• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


টিকটিকি তাড়ানোর উপায়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৩, ০৮:২৮ পিএম
টিকটিকি তাড়ানোর উপায়

ঘরে টিকটিকি, তেলাপোকা, পিঁপড়া এসব পোকামাক👍ড়ের উপদ্রব থাকবে এটা স্বাভাবিক। কিন্তু এগুলো বেশ বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় যদি এদের জ্বালাতন অতিরিক্ত পরিমাণে বেড়ে যায়। তবে দুশ্চিন্তার কিছু নেই ঘরোয়া উপায়ে তাড়াতে পারেন টিকটিকি। আসুন জেনে নেই টিকটিকি তাড়ানোর ঘরোয়া উপায়-

  • কয়েকটি রসুনের কোয়া জানালা বা ভেণ্টিলেটরের ভেতরে রেখে। চাইলে রসুনের রস মেশানো পানি ছিটিয়ে দিতে পারেন। দেখবেন ঘরে টিকটিকি আসা বন্ধ করে দিয়েছে
  • ময়ূরের পালক টিকটিকির অপছন্দ। ঘরের ফুলদানিতে কয়েকটি ময়ূরের পালক রেখে দিন। ঘরে আর টিকটিকি আসবে না।
  • ঘরের যেখানে টিকটিকি থাকে, সেখানে নেপথলিন বল রেখে দিন। এটি আপনার ঘরকে টিকটিকি থেকে দূরে রাখবে। শুধু টিকটিকি নয়, আরও নানা পোকা থেকে এটি রক্ষা করবে।
  • টিকটিকি শীতল রক্তের প্রাণী। টিকটিকি দেখলেই বরফপানি স্প্রে করে দিন। টিকটিকি ঠান্ডাকে ভয় পায়।  একটু ভেজে নিয়ে চিংড়ি দিয়ে ভাজুন। এবার সব উপকরণ দিয়ে মিশিয়ে নিতে হবে। এরপর সবশেষে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিন। সবশেষে গরম ভাতের সঙ্গে খাওয়ার শুরুটি করতে পারেন এই ভর্তা দিয়ে।
Link copied!