• ঢাকা
  • রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১, ১০ রবিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


লাল-সাদা শাড়ি থেকে সিঁদুরের দাগ উঠবে যেভাবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৪, ০৪:৩২ পিএম
লাল-সাদা শাড়ি থেকে সিঁদুরের দাগ উঠবে যেভাবে
ছবি: সংগৃহীত

বিজয়া দশমীতে প্রতীমা বিসর্জনের মাধ্যমে হিন্দু ধর্মাম্বলীদের দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হচ্ছে। এই দিনটিতে নেচে, গেয়ে, আনন্দ করা হয়। সবশেষে করুণ সুরে দেবীকে বিদায় জানানো হয়। বিজয়ার আনন্দে মেতে উঠতে লাল-সাদা শাড়িতে সেজে উঠে নারীরা।  উৎসব 𒁏শেষে মনখারাপের পাশাপাশি সিঁদুর খেলা নিয়ে উন্মাদনাও থাকে। বিবাহিতরা একে অন্যের কপালে সিঁদুর পরিয়ে দিয়ে আনন্দ উদযাপন করেন।পরস্পরকে সিঁদুরে রাঙিয়ে দেওয়ার ফাঁকে সাদা শাড়িতেও খানিকটা লেগে যায়। প্রিয় শাড়িটি আলমারিতে তোলার আগে সেই সিঁদুরের দাগ তো তুলে নিতে হবেই। নয়তো আলমারিতে সযত্নে রাখা শাড়িতে সিঁদুর লেগে থাকলে মন তো খচখচে করবেই। তাই বিজয়া♏র আনন্দ শেষে প্রিয় লাল সাদা শাড়ি আবারও আলমারিতে তোলার আগে, তা ভালো করে পরিষ্কার করে নিন। বিশেষ করে সিদুঁর বা অন্যান্য দাগ দূর করার কিছু উপায় জেনে নিন। শাড়ি নতুনের মতো চকচকে করবে।

·       সাদা-লাল শাড়িতꦿে সিঁদুরের দাগ তুলতে শেভিং ক্রিম ব্যবহার করতে পারেন। শাড়ির যে অংশে সিঁদুর লে꧋গেছে, সেখানে খানিকটা শেভিং ক্রিম লাগিয়ে রাখুন। ১০ মিনিট পর একটা ব্রাশ দিয়ে হালকা ঘষে নিলেই দাগ উঠে যাবে।

·       হাতের কাছে থাকা বরফ দিয়✨েও কিন্তু সিঁদুরের দাগ তোলা যাবে। বরফ টুকরো একটি কাপড়ে মুড়িয়ে নিন। এরপর তা সিঁদুরের দাগের উপরে ঘষে নিন। কিছুক্ষণ ঘষে নে𝓡ওয়ার পরই পরিষ্কার হয়ে যাবে।

·       হ্যান্ড স্যানিটাইজ়ার ব্যবহার করে শাড়িতে লেগে থাকা সিঁদুরের দাগ তুলে নিন। স্যানিটাইজ়ারে থাকা অ্যালকোহল সিঁদুরের দাগ তুলতে সা🔯হায্য করবে। দাগের উপর স্যানিটাইজ়ার স্প্রে করুন।  কিছুক্ষণ অপেক্ষা করুন। সিঁদুরের দাগ উঠে যাবে।

·       শাড়ি থেকে সিঁদুরের দাগ তোলার আরও সহজ উপায় হতে পারে ভিনিগার। গরম পানিতে এক 🗹চামচ ভিনিগার মিশিয়ে নিন। শাড়ির সিঁদুর মাখা অংশটি ওই পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। কিছুক্ষণ পর সাধারণ পানি দিয়ে ধুয়ে নিন। সিঁদুরের রং উঠে যাবে।

Link copied!