• ঢাকা
  • সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সুবিধাবাদী মানুষ কেমন হয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৪, ০৫:১৫ পিএম
সুবিধাবাদী মানুষ কেমন হয়
সূত্র: সংগৃহীত

আশপাশে কত ধরণের মানুষ হয়। সব মানুষকে বাইরে থেকে চেনা যায় না। কারণ মানুষের মনের ভেতরটা পরখ করা সহজ নয়। কোনো মানুষ স্বার্থ ছাড়াই অন্যের উপকার করে কিংবা পাশে থাকে। কেউ আবার সবকিছুতেই নিজের স্বার্থটাকেই প্রাধান্য দেয়। এরমধ্যে কেউ কেউ আবার সুবিধাবাদী মানুষও রয়েছে। অর্থাত্ যেখানে নিজের সুবিধা হবে𝓡 কিংবা নিজের কোনো লাভ থাকবে সেখানেই তাকে দেখা যাবে। এই ধরণের মানুষকে স🔴ুবিধাবাদী মানুষ বলে।

সুবিধাবাদী মানুষরা আমাদের আশপাশেই থাকে। আত্মীয়, বন্ধু, সহকর্মী বা প্রতিবেশী রূপে এরা আমাদের চারপাশেই ছড়িয়ে থাকে। প্রতিকূলতার মাঝে এরা মড়ার ওপর খাঁড়ার ঘায়ের মতো আঘাত করে। তাদের বাইরে থেকে চেনা কঠিন। তবে কিছু ঘৃণ্য চারিত্রিক বৈশিষ্ট্য থাকে যা সুবিধাবাদী মানুষের মধ্যে দেখা যায়। বলা যায়, এসব বৈশিষ্ট্য থাকলে আপনি সহজেই সুবিধাবাদী মানুষꦉকে চিনে নিতে পারেন।

  • আপনার দুর্দিনে তাদের পাশে পাবেন না। চারপাশে এদের দেখতেও পাবেন না। তারা নিজেকে লুকিয়ে রাখে।
  • সুবিধাবাদী মানুষ সব বিষয়ে নাক গলাতে আসবে। নিজের মতামত যেকোনো জায়গায় জোর করে প্রকাশ করে। অন্যের মনে কষ্ট লাগলেও সে তার মতামত জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে।
  • এই ধরণের মানুষ সবাইকে বিরক্ত করতে পারদর্শী। নানা ইস্যুতে সোচ্চার থাকলেও, নিজের স্বার্থে আঘাত লাগবে এমন বিষয়ে তারা নীরব ভূমিকা পালন করে।
  • সুবিধাবাদী মানুষ হুট করে নিজের মতামত দেয় না। সুযোগ বুঝে দল পাল্টে নেয়। বলা যায়,  হাওয়া যেদিকে যায় তার পাল সেদিকেই যায়। তাদের আবেগ বা বিবেক কিছুই কাজ করে না।
  • সুবিধাবাদী মানুষ সবসময় ‍‍‘এক ঢিলে দুই পাখি মারা‍‍’র মতো চিন্তা করবে। নিজেদের চিন্তাধারা,  পক্ষপাতিত্বমূলক রাজনৈতিক মতাদর্শ বা সামাজিক মূল্যবোধ তাদের কথা ও কাজে বেরিয়ে আসে।
  • সুসময়ে আশপাশে ঘুরবে। সুযোগ-সুবিধা নেবে। সুন্দর সময় আপনার সঙ্গে উপভোগ করবে। কিন্তু আপনার বিপদে বা দুঃসময়ে কোথায় যেন উধাও হয়ে যাবে। অর্থনৈতিক দুরবস্থা, অসুস্থতা বা যেকোনো বিপদে তাকে পাশে পাওয়া যাবে না।
  • সুবিধাবাদী মানুষ অন্যের সাহায্যকে ভুলে যায়। আপনি হয়তো নানাভাবে তাকে সাহায্য করেছেন কিন্তু সেই অবদানের কথা ঘুণাক্ষরেও উচ্চারণ বা স্বীকার করবে না।
  • আপনার সঙ্গে মতের মিল না হলে যেকোনো অজুহাতে সম্পর্ক খারাপ করে নেবে। আপনার ক্ষতি করতে এসব মানুষের দ্বিধাবোধ করবে না।
  • সুবিধাবাদী মানুষেরা মনের মধ্যে বিষ নিয়ে ঘোরে। তারা বড় বড় কথা বলবে। কিন্তু তাদের কথার সঙ্গে কাজের কোনো মিল থাকে না। তারা মানবতা আর বিবেকের দিক থেকে কৃপণ হয়।
Link copied!