• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০, ১৫ রজব ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


গরম গরম ভাতকে সুস্বাদু করে তুলবে বড়ি ইলিশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৪, ০২:২৭ পিএম
গরম গরম ভাতকে সুস্বাদু করে তুলবে বড়ি ইলিশ
ছবি: সংগৃহীত

স✱্বাদে অতুলনীয় ইলিশ যেভাবেই রান্🌌না করেন না কেন চেটেপুটে খাবে সবাই। তবে বড়ি দিয়ে খেয়েছেন কখনও ইলিশ? এবার খেয়ে দেখেন। রেসিপিটা দেখে নিন-


যা যা লাগবে

  • ইলিশ মাছ
  • ডালের বড়ি ৩০০ গ্রাম
  • পেঁয়াজবাটা আধা কাপ
  • আদাবাটা আধা- ১ চামচ
  • হলুদগুঁড়া- ১ চা-চামচ
  • মরিচগুঁড়া- ১ চা-চামচ
  • কালিজিরা সামান্য
  • কাঁচা মরিচ ফালি ২-৩টি
  • শর্ষের তেল ১ কাপ
  • লবণ স্বাদমতো
  • গরম পানি ৮ কাপ।

যেভাবে রান্না করবেন
ইলিশ মা🙈ছের কয়েক টুকরা সামান্য পরিমাণে লবণ ও হলুদ মেখে নিন। প্যানে আধা কাপ তেল গরম করে নিন। ডালের বড়ি ভেজে তুলে নিন। বাকি তেলে মাছ ভেজে নিন। একই তেলে কালিজিরার ফোড়ন দিন। একে একে বাকি সব মসলা দিয়ে অল্প পানি দিয়ে কষিয়ে নিন। এরপর এতে গরম পানি দিন। পানি ফুটে এলে ভেজে রাখা ডালের বড়ি ও মাছ দিয়ে দিন জাল দিন। কিছুক্ষণ জাল দেওয়ার পর ঝোল কিছুটা কমে এলে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

Link copied!