• ঢাকা
  • সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


শখ হলেও যেসব কাজ বিপজ্জনক!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৪, ০৭:৩৩ পিএম
শখ হলেও যেসব কাজ বিপজ্জনক!
ছবি: সংগৃহীত

শখ হচ্ছে মানুষের মনের প্রশান্তি ও সৃজনশীলতার বিকাশের একটি মাধ্যম। শখের কাজগুলো জীবনে আনন্দ এনে দেয়। মানসিক স্বাস্থ্যকে সুসংহত করে। কিন্তু কিছু শখ এমনও হতে পারে যা সামগ্রিকভাবে ক্ষতিকর হতে পারে বা জীবনের 🦄জন্য ঝুঁকিপূর্ণ। তাই এমন কাজ শখের হলেও তা থেকে নিজেকে বিরত রাখাই উত্তম।

অতিরিক্ত গেমিং বা ভিডিও গেমের আসক্তি

গেমিং অনেকের জন্য বিনোদনের একটি বড় মাধ্যম। কিন্তু এটি অতিরিক্ত সময় নিয়ে নেয়। যা শারীরিক ও মানসিক ক্ষতির কারণ হয়। গেমের আসক্তি চোখের সমস্যা, মানসিক উদ্বেগ, সামাজিক বিচ্ছিন্নতা এবং ঘুমের ব্যাঘাত ঘটায়। এছাড়া এটি পড়াশোনা বা কাজের ক্ষতি করতে পারে। কারণ  দীর্ঘ সময় ধরে কম্প🐟িউটার বা মোবাইলের সামনে বসে থাকলে শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।

অবৈধ বা বিপজ্জনক রাসায়নিক বা পদার্থ ব্যবহার

কিছু মানুষ রাসায়নিক পদার্থ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে পছন্দ করেন বা বিভিন্ন বিপজ্জনক রাসায়নিক পদার্থ সংগ্রহ করেন। যদিও বিজ্ঞান ও কেমিস্ট্রির প্রতি আগ্রহ রাখা একটি ভালো শখ। তবুও ♍অবৈধ বা বিপজ্জনক পদার্থের সঙ্গে জড়িত থাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এটি বিস্ফোরণ বা বিষাক্ত গ্যাসের ঝুঁকি তৈরি করতে পারে। যা নিজের বা অন্যের জীবন হুমকির মুখে ফཧেলে দিতে পারে। এছাড়া, এটি আইনের পরিপন্থী হতে পারে।

অপরিকল্পিত বা ঝুঁকিপূর্ণ ভ্রমণ

🍌ভ্রমণ অনেকেরই শখ। তবে অপরিকল্পিত বা ঝুঁকিপূর্ণ ভ্রমণ বিপদজনক হতে পারে। যেমন দুর্গম পাহাড়ে একা চড়া, সমুদ্রের গভীরে সাঁতার কাটার চেষ্টা করা বা বন-জঙ্গল ভ্রমণ করা যেখানে প্রয়োজনীয় প্রস্তুতি ছাড়া যাওয়া হয়। এই ধরনের কর্মকাণ্ড প্রাণের ঝুঁকি সৃষ্টি করতে পারে এবং নিরাপত্তাহীন পরিস্থিতি তৈরি করতে পারে। অতএব ভ্রমণের আগে সবসময় নিরাপত্তার দিকে নজর দেওয়া উচিত।

বিপজ্জনক ক্রীড়া

বিপজ্জনক বা এক্সট্রিম স্পোর্টস অনেকের🀅 কাছেই উত্তেজনা বা চ্যালেঞ্জের শখ হতে পারে। যেমন বেস জাম্পিং, স্কাই ডাইভিং, রক ক্লাইম্বিং ইত্যাদি। যদিও এসব ক্রীড়ার মধ্যে অনেকেই আনন্দ পান, কিন্তু এগুলো করতে গেলে প্রশিক্ষণ ও সুরক্ষার প্রয়োজন। সঠিক প্রস্তুতি ছাড়া এসব শখ জীবনহানির কারণ হতে পারে।

অভিযান বা অনুসন্ধানের বিপজ্জনক কাজ

অনেকেই শখের বসে পুরাতন স্থাপনা, গুহা, বন বা ভূগর্ভস্থ স্থান অনুসন্ধান করতে 𝐆চান। কিন্তু অনেক সময় এই ধরনের শখ বিপজ্জনক হতে পারে। বিশেষ করে যেখানে নির্দিষ্ট অনুমতি বা নিরাপত্তা ব🎀্যবস্থা ছাড়া প্রবেশ করা হয়। এগুলোতে দুর্ঘটনার ঝুঁকি থাকে এবং অনেক ক্ষেত্রেই বিপদের সম্মুখীন হতে হয়।

জুয়া বা বাজি ধরা

বাজি ধরা বা জুয়া খেলা অনেকের জন্য শখের মতো হলেও, এটি একটি অত্যন্ত ক্ষতিকর অভ্যাস। এ ধরনের কাজ অর্থনৈতিক সমস্💮যা তৈরি করতে পারে, মানসিক চাপ সৃষ্টি করতে পারে এবং পরিবার ও সমাজের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটাতে পারে। অনেক সময় জুয়া বা বাজি ধরা থেকে আসক্তি তৈরি হয়। যা থেকে মুক্তি পাওয়া কঠিন হতে পারে।

বিপজ্জনক প্রাণী পালন

কিছু মানুষ বিপজ্জনক বা বিষধর প্রাণী যেমন সাপ, কুমির বা বড় আকারের শিকারী প্রাণী পালনের শখ রাখেন। যদিওꦗ প্রাণীপ্রেম একটি ভালো গুণ, কিন্তু বিপজ্জনক প্রাণী পালা খুবই ঝুঁকিপূর্ণ হতে পারে। এগুলো নিজেদের জন্য বা অন্যদের জন্য হুমকি তৈরি করতে পারে। এছাড়া, প্রাণীগুলোর প্রয়োজনীয় যত্ন নিতে না পারলে তারা অসুস্থ বা আক্রমণাত্মক হয়ে উঠতে পারে।

অনিরাপদ প্রযুক্তি বা ইলেকট্রনিক্সে আগ্রহ

অনেকের শখ হয় নতুন প্রযুক্তি বা ইলেকট্রনিক যন্♓ত্রপাতি নিয়ে কাজ করা। যদিও এটি সৃজনশীলতা বাড়ায়। কিন্তু অনিরাপদ বা সঠিক জ্ঞান ছাড়া ইলেকট্রনিক্স নিয়ে কাজ করলে শর্ট সার্কিট, বিস্ফোꦉরণ বা বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঝুঁকি থাকে।

আবেগপ্রবণ ও বিপজ্জনক খাদ্য পরীক্ষা

অনেকেই শখের বসে বিপজ্জনক বা অস্বাভাবিক খাদ্য খাওয়ার পরীক্ষা করেন। যা বি🅷ষাক্ত বা ক্ষতিকর হতে পারে। যেমন- বিষাক্ত মাশরুম, অপরিচিত সামুদ্রিক খাবার ইত্যাদি খাওয়ার চেষ্টা করা। এতে খাদ𒉰্যে বিষক্রিয়া হতে পারে এবং জীবনহানির ঝুঁকি থাকে।

গভীর পানিতে সাঁতার বা ডাইভিং

অনভিজ্ঞ বা প্রশিক্ষণবিহীন অবস্থায় গভীর সমুদ্রে সাঁতার বা ডাইভিং করার শখ প্রাণঘাতী হতে পারে। পানিতে ꦇডুবে যাওয়ার ঝুঁকি ছাড়াও, স্রোতের ধাক্কায় আহত হওয়ার সম্ভাবনাও থাকে।

সব শখই আনন্💃দদায়ক ও নিরাপদ হতে হবে। খেয়াল রাখতে হবে, শখের কাজটি যেন নিজের এবং অন্যদের জন্য কোনো বিপদের কারণ না হয়। নিরাপত্তা, স্বাস্থ্য, এবং আইনের শর্ত মেনে শখ পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Link copied!