কিছু ফল সারাবছর পাওয়া যায়। কিছু ফলের আবার দেখা মেলে কয়েকদিনের জন্যেই। ঋতু চক্রে এসব ফল বছরে একবারই ফলন হয়। তাই এসব ফলের প্রচুর চাহিদাও থাকে। এমনই এক ফল লিচু। ছোট বড় সবারই প্রিয় ফল লিচু। লিচুর মৌসুম এলেই বাজারে হুমড়ি খেয়ে পড়েন সবাই। যতদিন বাজারে লিচু থাকে ততদিনই তা কিনে খেতে হবে। তবুও যেন তৃপ্তি মেলে না। আরও কিছুদিন যদি লিচু পাওয়া যেত, এমনই আফসোস নিয়ে বিদায় জাᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚনাতে হয় লিচুর মৌসুমকে।
এ বছরও লিচুর মৌসুম চলে যাচ্ছে। কিছুদিনের মধ্যেই প্রিয় ফলটি আর পাওয়া যাবে না। কিন্তু যখন মৌসুম শেষেওꦺ যদি লিচু খেতে ইচ্ছে করে তবে কী হবে! মন খারাপ না করে লিচুর মৌসুম থাকতেই তা সংরক্ষণ করে রাখুন। মৌসুমী এই ফলটি বেশি করে কিনে রাখুন। এরপর সঠিক উপায়ে সংরক্ষণ করুন। তাহলে তা দ্রুত নষ্ট হয়ে যাবে না। আর দীর্ঘদিন ভালো থাকবে। অসময়েও লিচুর তৃপ্তি পাবেন।
কিছু উপায়ে দীর্ঘদিন ল♊িচু ভালো রাখা এবং সংরক্ষণ করা যাবে। যেমন_
· লিচু কেনার প𝓰র এর ডাল ও পাতা ছাড়িয়ে নিতে হবে। তবে বোঁটা রেখে দেবেন। এরপর কাগজে মুড়িয়ে রাখতে 🤪হবে। নরমাল ফ্রিজে সংরক্ষণ করে বেশ কয়েকদিন খাওয়া যাবে।
বোঁটা ছিঁড়ে ফেললে দ্রুত নষ্ট হয়ে যায় লিচু।
· ঠান🌠্ডা পানিতে লিচু রাখতে পারেন। ৩ দিন পর্যন্ত সতেজ থাকবে। একটি পাত্রে ঠান্ডা পানি নিয়ে বোঁটাসহ লিচু রেখে দিন। লিচুর মধ্যে কোনও ধরনের রাসায়নিকের উপস্থিতি থাকলে তাও দূর হবে।
· লিচু 🐬সংরক্ষণের আগে অতিরিক্ত পাকাগুলো আলাদা করে ফেলুন। পাকা লিচু দ্রুত নষ্ট হয়ে যায় এবং আশেপাশের লিচুগুলোও নষ্ট হওয়া শুরু করে꧟। প্লাস্টিকের ব্যাগে লিচু রাখবেন না। প্লাস্টিকের ব্যাগে লিচু দ্রুত গরম হয়ে নষ্ট হয়ে যায়।
· লিচু সংরক্ষণের জন্য এর ডাল এক ইঞ্চির মতো রেখে কেটে নিন। ১০ মিনিটের মতো পানিতে ভিজিয়ে নিন। এরপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার ও শুকনো কাপড় দিয়ে মুছে নিন। লিচুর খোসায় যেন পানি না থাকে সেভাবে মুছে নিন। এবার লিচুগুলো খবরের কাগজ দিয়ে মুড়িয়ে মোটা একটি প💧লিথিনে ভরে রাখুন। পলিথিনের মুখ শক্ত করে আটকে দিন। এবার কাপড়ের ব্যাগের ভেতর👍ে লিচুগুলো রেখে দিন। ব্যাগটির মুখ বেঁধে ডিপ ফ্রিজে রেখে দিন। প্লাস্টিকের বক্সে করেও সংরক্ষণ করতে পারেন। লিচু দীর্ঘদিন ভালো থাকবে।