কাঁঠাল খেতে সবাই �ꦦ�পছন্দ না করলেও কাঁঠালের বিচি খেতে বেশির ভাগ মানুষই পছন্দ করেন। কাঁঠালের বিচি দিয়ে মাংস, ভর্তা, অন্যান্য তরকারি কিংবা এমনিতেও ভেজে খাওয়া যায়। কাঁঠালের মতোই বেশ পুষ্টিকর এর বিচিও। কিন্তু এটি পরিষ্কার করা খানিকটা ঝামেলা ভেবে খেতে চায় না অনেকে।
কাঁঠালের বিচি দিয়ে হরেক রকম 🐎পদ রান্না করা যায়। শুঁটকি, মাংস বা অন্যান্য তরকারির স্বাদ বাড়াতে অতুলনীয় এই বীজ। অনেকেই কাঁঠালের বিচির লালচে ত্বক পরিষ্কার করে নেন রান্নার আগে। এটি পরিষ্কার করার ফেলার রয়েছে সহজ উপায়।
কাঁঠালের বিচি শুকিয়ে গেলে ওপরের সাদা খোসা ছাড়িয়ে নিন। এরপর গরম পানির মধ্যে একটি লেবুর রস মিশিয়ে এর মধ্যে ভিজিয়ে রাখুন কাঁঠালের বিচি। ১৫ মিনিট পর একটি খালি বোতলে বিচিগুলো ঢুকিয়ে কয়েকবা♎র ঝাঁকিয়ে ꦑনিন। পানি দিয়ে ধুয়ে ফেললেই দেখবেন একেবারে পরিষ্কার হয়ে গেছে কাঁঠালের বিচি।
লেবুর ꦫরসের বদলে ভিনেগার ও লবণমিশ্রিত পানিতেও ভিজিয়ে রাখতে পারেন কাঁঠালের বিচি।