• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪, ২০ কার্তিক ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


রূপে ম্যাজিক ছড়াবে গাঢ় লিপস্টিক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৪, ০৮:২১ পিএম
রূপে ম্যাজিক ছড়াবে গাঢ় লিপস্টিক
সূত্র: সংগৃহীত

সিনেমা বা নাটকে নায়িকাদের ঠোঁটে গাঢ় লিপস্টিক দেখে হয়তো আপনারও চোখ আটকে যায়। ইচ্ছে হয়, নিজের ঠোঁট গাঢ় লিপস্টিকে রাঙাতে। তাহলে দেরি কেন, নায়িকাদের মতো গাঢ় লিপস্টিকের প্রেমে আপনিও ডুবিয়ে দিতে পারেন। তবে🍬 তার আগে কিছু টিপস মানতে হবে।

সকাল বা রাতের সাজ শুধুমাত্র লিপস্টিকের ছোঁয়াতেই বদলে যেতে পারে আপনার লুক। গাঢ়♍ রঙের লিপস্টিক লাগালে রূপেও ম্যাজিক ছড়াবে। তাই গাঢ় রঙের লিপস্টিক নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার আগে কিছু  টিপস জেনে নিন।

স্ক্রাব করুন

শুষ্ক, ফেটে যাওয়া ঠোঁটে লিপস্টিক লাগালে ভালো দেখাবে না। তাই লিপস্টিক ভালো মতো বসাতে ঠোঁটের কোমলতাꦕ জಌরুরি। লিপস্টিপ লাগানোর আগে চিনি ও নারকেল তেল দিয়ে ভালো করে স্ক্রাব করে নিন। এতে ঠোঁটের কোমলতা ফিরবে এবং লিপস্টিকের রং ভালোভাবে ঠোঁটে বসবে।

লিপ বাম

লিপস্টিক লাগানোর আগে অবশ্যই লিপ বাম লাগাতে হবে। লিপ বাম ঠোঁটকে দীর্ঘ সময় নরম ও🐈 মোলায়েম রাখে। লিপ বাম লাগিয়ে সঙ্গে সঙ্গেই লিপস্টিক লাগাবেন না। বেশ কিছুক্ষণ অপেক্ষা করুন। লিপ বাম শুকিয়ে গেলে এরপর গাঢ় রঙের লিপস্টিক লাগিয়ে নিন।

মেকআপ

গাঢ় রঙের লিপস্টিক লাগালেই হবে না। এর সঙ্গে সামঞ্জস্য রেখে মেকআপও করতে হবে।🍌 ঠোঁটে গাঢ় রঙের লিপস্টিক লাগাল🦋ে চোখের মেকআপ হালকা রাখতে হবে। নয়তো মেকআপ মানানসই হবে না। মনে রাখবেন, বোল্ড লিপস যখনই করবেন এর সঙ্গে মানানসই হবে ন্যুড আইস মেকআপ।

কনসিল

লিপস্টিক ব্যবহারের আগে কনসিলার ব্যবহার জরুরি। কেননা ঠোঁটের ♔চারপাশ মুখের বাকি অংশের তুলনায় একটু বেশি কালচে হয়। তাই প্রথমে কালার কারেক্ট করুন। এরপর কনসিলার দিয়ে ভালো করে দাগ ঢেকে ফেলুন। এবার পছন্দের লিপস্টিক পরুন।   

লিপ লাইনার

গাঢ় লিপস্টিকের ক্ষেত্রে ঠোঁটকে আরও আকর্ষণীয় করতে 🌼লিপ লাইনার ব্যবহার করুন। কেননা ঠোঁটকে আরও ভালো ভাবে ফুটিয়ে তুলতে ডার্ক লিপ লাইনারের বিকল্প হয় না। লিপস্টিকের আগে লিপ লাইনার ব্যবহার করলে লিপস্টিক ভালোভাবে সেট হয়। দীর্ঘসময় পর্যন্ত স্থায়ী থাকে।

লিপস্টিকের শেড

লিপস্টিকের শেড কেমন তার উপরও নির্ভর করে আপনার লুক কেমন হবে। পোশাকের সঙꦯ্গে শেডের  গন্ডগোল হলেই কিন্তু সব শেষ। আপনার গায়ের রঙের কথাও মাথায় রাখতে হবে। সবদিক বিবেচনায় রেখেই লিপস্টিকের শেড বেছে নিন। ডাস্কি স্কিনে অধিকাংশ গাঢ় লিপস্টিকই মানিয়ে যাবে। গায়ের রং উজ্জ্বল হলে কোন রং মানাচ্ছে তা দেখে নিন। কারণ যেকোনো শেড ব্যবহার করলেই হবে না। এতে বেশি ফ্যাকাশে দেখাবে। 

Link copied!