• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


নারীরা কি কোরবানির পশু জবাই করতে পারবেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৬, ২০২৪, ০৪:০৮ পিএম
নারীরা কি কোরবানির পশু জবাই করতে পারবেন
ছবি : সংগৃহীত

আরবি ‘আজহা’ শব্দের অর্থ কোরবানির নিয়তে জবাই꧒ অথবা কোরবানির পশু। আজহার আরেক অর্থ হলো ছাগল। এ কারণে ঈদুল আজহাকে ‘বকরি ঈদ’ও বলা হয়। কোরবানি অর্থ নৈকট্য, ত্যাগ–তিতিক্ষা। আল্লাহ💦র নৈকট্য অর্জনের জন্য যেকোনো ত্যাগই হলো কোরবানি।

পরিভাষায় কোরবানি হলো জিলহজ মাসের ১০ তারিখ সূর্যোদয় থেকে ১২ তারিখ সূর্যাস্তের আগপর্য꧋ন্ত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্💜যে নির্দিষ্ট জন্তু জবাই করা।

সওয়াব অর্জনের অনন্য আমল পশু কোরবানি। এর মধ্যে আছে আত্মত্যাগের ঐতিহাসিক মহিমা। কোরবানি শুর💎ু হয়েছিল হযরত আদম (আ.)-এর দুই ছেলে হাবিল ও কাবিল থেকে। পরবর্তী সময়ে কোরবানির জন্য হজরত ইবরাহিম (আ.) ও তার শিশুপুত্র ইসমাইল (আ.)-এর আত্মবিসর্জন কিয়ামত পর্যন্ত প্রতিটি মুমিনের জন্য অনন্য শিক্ষা ও প্রভুপ্রেমের পাথেয়।

কোরꦫবানির পশু মুসলমান নারী ও পুরুষ সবাই জবাই করতে পারেন। নিজের কোরবানির পশু নিজে জবাই করা উত্তম। নিজে জবাই করতে না পারলে যেকোনো কাউকে দিয়ে জবাই করাতে পারেন। জবাইয়ের সময় নিজে উপস্থিত থাকতে পারলে ভালো।

Link copied!