বর্তমান সময়ে মোবাইল ফোন ছাড়া যেন চলেই না। হাতের মুঠোয় থাকা এই ফোনটি দিয়ে যেকোনো সমস্যাই সহজে সমাধান🦄 করা যায়। কারণ এখন অধিকাংশ জিনিসই অনলাইন নির্ভর হয়ে পড়েছে। কিছু কেনাকাটা, কারো সঙ্গে যোগাযোগ সবকিছুর জন্যেই মোবাইল ফোনের প্রয়োজন। ঘরে বসেই মুশকিল দূর করে দিতে পারে এই ছোট্ট যন্ত্রটি। কিন্তু প্রয়োজনের সময় যদি ༒মোবাইল ফোনের চার্জ না থাকে। তবে ভোগান্তিতে পড়তে হয়। বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগের সময়, যখন আপনার সাহায্য প্রয়োজন, তখন যদি মোবাইল ফোনে চার্জ না থাকে তবে উপায় কী হবে। আবার অনেক সময় তাড়াহুড়োতে মোবাইল ফোন চার্জ করার সময়টুকুও পাওয়া যায় না। এক্ষেত্রে অল্প সময়ে দ্রুত চার্জ করার উপায় জানতে হয়।
মোবাইল ফোনের ব্যাটারি নতুন হলেও চার্জ হতে অনেকটাই সময় লাগে। প্রায় ১ ঘণ্টা সময় লেগে যায়। কিন্তু চট꧒জলদি ১০০ শত🥂াংশ চার্জ করতে কিছু বিষয় মেনে চলুন। যেমন_
- মোবাইল চার্জে লাগিয়ে ঘাঁটাঘাঁটি করবেন না। দ্রুত চার্জ করতে হলে এটি মানতেই হবে। চার্জে লাগিয়ে মোবাইল ফোন ব্যবহার করলে অনেক সময় লেগে যাবে।
- মোবাইল ফোনের ব্যাকে অনেক অ্যাপ চলতে থাকে। অ্যাপগুলোর জন্য মোবাইল ফোন খুব ধীরে চার্জ হয়। তাই চার্জ দেওয়ার আগে মোবাইলের ব্যাকগ্রাউন্ডে কোনও অ্যাপ চলছে কি না তা দেখে নিন। সেসব অ্যাপ বন্ধ করে দিন। এরপর ফোন চার্জে দিন।
- মোবাইল ফোন চার্জে দেওয়ার আগে স্ক্রিনের ব্রাইটনেস একদম কমিয়ে দিন। এতে মোবাইল ফোন দ্রুত চার্জ হবে।
- চার্জ দেওয়ার সময়ে মোবাইলে ইন্টারনেট চালু থাকলে তা বন্ধ করুন। নয়তো চার্জ খুব ধীর গতিতে হবে।
- সম্ভব হলে মোবাইল চার্জের সময়টুকু ফ্লাইট মোড দিয়ে রাখুন। এতে তাড়াতাড়ি চার্জ হয়ে যাবে।