প্রেমের সম্পর্কে রাগ, অভিমান তো থাকবেই। বিশ্বাস আর সততা থাকলে সম্পর্কেও স্বচ্ছতা থাকে। নিজেদের চিন্তাভাবনা ভাগ করে নেওয়া, যেকোনো মজার ঘটনা জানানো কিংবা বিপদের কথাও শেয়ার করা যেন নিত্যদিনের ঘটনা। এতে বোঝাপড়াটা ভালো হয়। আন্তরিক হয় সম্পর্ক। তবে কিছু বিষয় শেয়ার করা এড়িয়ে যাওয়া উত্তম। বিশেষ করে প্রেমিকার কাছে কিছু বিষয় গোপন করলে সম্পর্ক ভালো থাকে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।ꩲ
সম্পর্ক মজবুত করা এবং না ভাঙার একটি কৌশল হতে পারে এটি। বিশেষজ্ঞরা এটিকে ইতিবাচকভাবেই দেখছেন। তাদ♛ের মতে, প্রেমিকা রেগে যাবে এমন কোনো খবর বা কথা তাকে শেয়ার না করাই ভালো। কারণ, প্রেমিকাকে রাগানো বুদ্ধিমানের কাজ হবে না।
মজবুত প্রেমের সম্পর্কের জন্য প্রেমিকাকে যে কথাগুলো বলব🎀েন না কখনো কিংবা যে বিষয়গুলো গোপন রেখে যাবেন, তার কয়েকটি ধারণা থাকছে এই আয়োজনে।
প্রেমিকার পরিবার পছন্দ নয়, চেপে যান
প্রেম তো মনের সম্পর্ক। প্রেমিকাকে মনে ধরেছে বলেই সম্পর্ক এগিয়ে যাচ্ছে। কিন্তু প্রেমিকার পরিবারকে আপনার মনে ধরছে না, এই কথা ভুলেও ﷺকখনো প্রকাশ করবেন না। বরং তার পরিবারের প্রতিও আনুগত্য দেখান। প্রেমিকারও আপনার প্রতি আরও আস্থাশীল হবে।
সাবেকের প্রসঙ্গে কথা তুলবেন না
আগে কোনো সম্পর্কে জড়িয়েছিলেন তা কখনোই প্রেমিকাকে জানাতে যাবেন না। এতে হিতে বিপরীত হতে পারে। প্রেমিকা আপনার ওপর বিশ্বাস হারিয়ে ফেলতে পারে। সা💜মাজিক যোগাযোগমাধ্যমে সাবেকের সঙ্গে যোগাযোগ থাকলেও তা চেপে যান। তবে মনে রাখবেন, সম্পর্কে সততা জরুরি। তাই বর্ꦗতমান সম্পর্কেই শ্রদ্ধা রাখুন। সততার সঙ্গে প্রেমিকার বিশ্বাস অর্জন করুন। তাই সাবেককে এড়িয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে।
প্রেমিকার নেতিবাচক দিকগুলো সরাসরি বলবেন না
কেউ পারꦡফেক্ট হয় না। যাকে পছন্দ করেছেন তারও যে সব পারফেক্ট হবে, তা আশা করা যাবে না। তার💎 কোনো নেতিবাচক আচরণ যদি বিরক্তির কারণ হয় তাকে বুঝিয়ে বলুন। সরাসরি এই বিষয়গুলো নিয়ে তর্কে জড়াবেন না। এতে সম্পর্কের চিড় ধরতে পারে।
প্রেমিকার ওজন নিয়ে ভুলেও বলতে যাবেন না
মেয়েরা ওজন নিয়ে খুব সেনসেটিভ হয়। তার ওজন বেড়ে গেলে ভুলেও বলতে যাবেন না। এতে তাদের মুড খারাপ হতে প🍸ারে। এমনকি আপনার সঙ্গে ঝগড়াও বাধিয়ে দিতে পারে। তাই ওজন বাড়ার বিষয়টি চেপে যান। বরং প্রশংসার সঙ্গেই ওজন কমানোর💖 প্রসঙ্গ টানুন। প্রেমিকাও খুশি থাকবে। প্রেমিকা যদি কখনো জানতে চান, তাকে মোটা দেখাচ্ছে কি না, তা হলে বুঝবেন আপনার মুখ থেকে সে ‘না’ শুনতে চাচ্ছেন। তার পছন্দ অনুযায়ী উত্তর দিন। প্রেমিকাও খুশি হবে।
প্রেমিকার উপহারটি পছন্দ না হলেও প্রশংসা করুন
সম্পর্কে উপহার আদান-প্রদান হবেই। প্রেমিকাও শখ করে আপনাকে কিছু উপহার দিতে পারেন। বিশেষ দিনের জন্য় উপহারটি👍 কিনেছেন। তার অনুভূতির কদর করুন। সেই উপহারটি আপনার পছন্দ না হলেও বলতে যাবেন না। বরং হাসিমুখে উপহারটির প্রশংসা করুন। প্রেমিকার মনও জয় হবে সহজেই। সম্পর্কও আরেক ধাপ এগিয়ে যাবে।
প্রেমিকাকে ‘না’ বলবেন না
প্রেমিকার কোনো আবদার করছে, কিংবা তার চাহিদাগুলো আপনার সঙ্গে শেয়ার করছে, তাকে ‘না’ বলবেন না। বরং তার আবদার পূরণ করুন। আপনার সেগুলো পছন্দ না হলেও তাকে সরাসরি ‘না’ বলবেন♍ না। প্রেমিকার রেগে যেতে পারে। আর ছোট্ট ‘না’ থেকে অনেক বড় বিপদ, মানে সম্পর্কের ইতিও হতে পারে। এ ক্ষেত্রে সময় নিয়ে তাকে বুঝিয়ে বলতে পারেন। হয়তো নিজের ভালো লাগাগুলো তাক🎃ে বোঝাতে সক্ষম হবেন।