বন্ধের পর ইরাক সংলগ্ন সীমান্ত আবার খুলে দিয়েছে ইরান। সোমবার (২৯ আগস্ট) ইরাকে চলমান সহিংসতার কারণে সড়ক ও আকাশপথে যোগাযোগ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল দেশটি। ইরা💜কে পরিস্থিতি শান্ত হওয়ায় পুনরায় জনসাধারণের জন্য যোগাযোগ চালু করার সিদ্ধান্ত নেয় ইরান।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের বরাত দিয়ে মঙꦅ্গলবার (৩০ আগস্ট) এ তথ🏅্য জানিয়েছে রয়টার্স।
ইরানের পক্ষ থেকে ব🏅লা হয়, ইরাকের পরিস্থিতির উন্নতি হওয়ার কারণে সব সীমান🧸্ত খুলে দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী পদে নির্বাচনে আইনি বাধার কারণে ইরাকি নেতা মোক্তাদা আল-সদর রাজনীতি ছাড়ার ঘোষণা দেওয়ায় ফুঁসে উঠেন তার সমর্থকেরা। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এ পর্যন্ত অন্তত ৩০ জন নিহত হয়েছেন♎ বলে জানা গেছে।
এর আগে, সোমবার বাগদাদের গ্রিন জোনে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই𓂃 বেশ কয়েকজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক। এদিকে সমর্থকদের🌃 প্রাণহানির পর বিচারের দাবিতে আমরণ অনশনের ঘোষণা দিয়েছে মোক্তাদা আল-সদর।
ইরাকের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সমর্থকদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী বলপ✅্রয়োগ বন্ধ না করা পর্যন্ত অনশনে থাকবেন মুকতাদা আল-সদর। এর আগে দেশের শান্তির জন্য রাজনীতি ছেড়ে দেওয়ার কথা জানান তিনি।
রাজনৈত💎িক কার্যালয়গুলো বন্ধ করার পরই মুকতাদা আল-সদরের সমর্থকেরা আন্দোলন শুরু করেন। এরপর সহিংস বিক্ষোভ ছড়িয়ে পরে রাজধানীসহ সারাদেশে।