• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


জিম্বাবুয়েতে হামের প্রকোপে ১৫৭ শিশুর মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২২, ০৫:০৬ পিএম
জিম্বাবুয়েতে হামের প্রকোপে ১৫৭ শিশুর মৃত্যু

আফ্রিকꦡার দেশ জিম্বাবুয়েতে হামের প্রাদুর্ভাবে ১৫৭ শিশু মারা গেছে। ধর্মীয় গোঁড়ামির কারণে এসব শিশুর বেশির ভাগের পরিবার তাদের টಌিকা দেয়নি।

কর্মকর্তারা জানিয়েছেন, এপ্রিলের শুরুতে পূর্ব ꧅ℱম্যানিকাল্যান্ড প্রদেশে হামের প্রাদুর্ভাব দেখা দেয়। তারপর এটি দেশের সমস্ত অংশে ছড়িয়ে পড়ে।

তথ্যমন্ত্রী মনিকা মুতসভাংওয়া বলেছেন, “এ পর্যন্ত অন্ত꧅ত ২ হাজারের বেশি রোগী শনাক্ত করা হয়েছে। যাদের টিকা দেওয়া হয়নি তাদেরই মৃত্যু হয়ে🍃ছে বেশি।”

তিনি আরও জানান, প্রাদুর্ভাব𓆏 মোকাবিলায় জিম্বাবুয়ের মন্ত্রিসভা জরুরি অবস্থা জারির আহ্বান জানিয়েছে। সরকার জানায়, ৬ মাস থেকে ১৫ বছর বয়🍃সী শিশুদের জন্য গণটিকাদান অভিযান শুরু করছে তারা। 

করোনা মহামারির মাঝেও হামের বিরুদ্ধে শিশুদের টিকা দেওয়া অব্যাহত রেখেছিল জিম্বাবুয়ে। তবে ধর্মীয় গোষ্ঠীগুলি প্রচারণা চালালে টিকা অভিযান বাধাগ্রস্ত হয়। অসুস্থদের ওষুধের পরিবর্তে♊ রোগ নিরাময়ের জন্য ধর্মীয় গুরুদের উপদেশ মেনে চলতে নির্দেশ দিচ্ছে দেশটির খ্রিষ্টান সম্প্রদায়।

Link copied!