অধিকৃত পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদে ইসরায়েলি বাহিনী ও ♛ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪২ জন ফিলিন্তিনি আহত হয়েছ💜েন। এরমধ্যে গুরুতর আহত অবস্থায় ২২ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
🎶শুক্রব♑ার (২৯ এপ্রিল) মুসলিম সম্প্রদায়ের পবিত্র রমজান মাসের শেষ জুমার নাজামের দিন এই সংঘর্ষের ঘটনা ঘটে।
ইসরায়েলি পুলিশ বলছে, আল-আকসায় ইহুদিদের প্রার্থনার স্থানে পাথর ও আগুনের ছোট গোলা নিক্ষেপ করে ফিলꩵিস্তিনিরা। পরে বাধ্য হয়ে পুলিশ ভেতরে প্রবেশ করে। তিনজন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জ🦄ানান, পুলিশ টিয়𒁃ার গ্যাস ও রাবার বুলেট ছুঁড়েছে।
বলা হয়ে থাকে, তিন জাতির তীর্থস্থান আল-আকসা প⛄্রাঙ্গণ। মুসলিমদের তৃতীয় পবিত্র ধর্মীয় স্থান। গত এক সপ্তাহের মধ্যে সংಌঘর্ষে প্রায় ৩০০ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।
গত বছর রমজান ম💃াসে আল-আকসা প্রাঙ্গণে একই ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে। তখন গাজা অঞ্চল নিয়ন্ত্রণে হামাসের সঙ্গে ইসরায়েলি বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়। যা অবরুদ্ধ গাজা উপত্যকায় ১১ দিনের হামলায় পরিণত হয়। সে সময় কমপক্ষে ২৬০ ফিলিস্তিনি ও ১৩ জন ইসরায়েলি নিহত হয়েছেন।
চলতি বছর মার্চের ২২ তারিখ থেকে আরব আততায়ীর হামলার ১৪ জন ইসꦑরায়েলি নাগরিক 🐬নিহত হয়েছেন। এর মধ্যে তিনজন পুলিশ অফিসার রয়েছেন। এই সময়ের মধ্যে ইসরায়েলি পুলিশের হাতেও ১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে বন্দুকদারি ও সাধারণ জনগণ রয়েছেন।
পূর্ব জেরুজালেমের পুরাতন শহর প্লেটুর ওপরে আল-আ𓂃কসা মসজিদ অবস্থিত, যা ১৯৬৭ সালে ইসরায়েল দখল করে। ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে ভবিষ্যতে নিজেদের রাজধানী হিসেবে তৈরি করতে চায়।