• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


চিড়িয়াখানা থেকে পালিয়ে ৩ ঘণ্টা শহরে ঘুরল জেব্রা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৪, ২০২৩, ০২:০১ পিএম
চিড়িয়াখানা থেকে পালিয়ে ৩ ঘণ্টা শহরে ঘুরল জেব্রা

দ𝓰ক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের একটি চিড়িয়াখানা থেকে একটি জেব্রা পালানোর তিন ঘণ্টা পর তাকে ধরতে পেরেছে কর্তৃপক্ষ। সেরো নামের ওই পুরুষ জেব্রাটি খাঁচা থেকে মুক্ত হয়ে সিউলের ব্যস্ত রাস্তায় এদিক-সেদিক ছুটে বেড়ায়, আর সেটি ধরতে বেশ নাজেহাল হতে হয় চিড়িয়াখানা কর্তৃপক্ষকে।

শুক্রবার (২৪ মার্চ) বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। বৃহস্পতিবার বিকালে সেরো সিউল চিলড্রেনস গ্র্যান্ড পার্ক চিড়িয়াখানা থেকে বের হয়ে যায়; এরপর তার পেছনে ছোটে পুলিশ, ফায়ার সার্ভিস ও চিড়িয়াখাꦓনার কর্মীরা।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডি🍸ওতে দেখা যায়, জেব্রাটি ধীরগতিতে ব্যস্ত✤ রাস্তায় ট্রাফিক সিগন্যাল অতিক্রম করছে।

সিউল গুয়াংজিন ফায়ার স্টেশন জানিয়েছে, তরুণ জেব্রাটি ২০২১ সালে চিড়িয়াখানাতেই জন্ম꧂ নেয়। বৃহস্পতিবার সেটি তার ঘেরের কাঠের বেড়া ভেঙে পালিয়ে গেলে তিন ঘণ্টা ছোটাছুটির পর একটি সরু গলিতে ঢুকে পড়ে। সেখানে উদ্ধারকারী দল ইনজেকশন দিয়ে সেটিকে অচেতন করে ট্রাকে তুলে ফের চিড়িয়াখানায় নিয়ে যায়।

চিলড্෴রেনস গ্র্যান্ড পার্ক চিড়িয়াখানার একজন কর্মকর্তা বলেছেন, পশুচিকিত্সকরা জেব্রাটির স্বাস্থ্য পর্যবেক্ষণ করেছেন এবং সেটি স্থিতিশীল অবস্থায় রয়েছে।

সিউলের ওই চিড়িয়াখꦏানায় কোরিয়ান কুকুর, বানর ও গাধাসহ ৩৮ প্রজাতির চার শতাধিক প্রাণী রয়েছে।

Link copied!