চীনের হুবেই প্রদেশের ইচ্যাংয়ে বসবাসকারী ল্যান ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। ২৯ বছর বয়সি লꦬ্যান তখন একটি জনপ্রিয় ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্মে তার চিকিৎসার জন্য ৯ লাখ ইউয়ান অনুদান চেয়ে আবেদন করেন।
গত ১৪ অক্টোবর থেকে তিনি সেই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হন এবং অনুদান সংগ্রহ করা শুরু করেন। সেখানে তিনি নিজেকে সাংহাইয়ের উত্তরে জিয়াংসু প্রদেশের নানজিং বিশ্ববিদ্যালয় থেকে ২০২০ সালের স্নাত💃ক হিসাবে পরিচয় দিয়েছিলেন। তিনি আরও জানান, ক্যানসারে আক্রান্ত হওয়ার আগে তিনি দক্ষিণ চিনের গুয়াংঝুতে একটি বড় সংস্থায় কাজ করতেন। সেই প্ল্যাটফর্মে তিনি আরও জানান, তার পরিবারের আর্থিক অবস্থা দুর্বল হয়ে পড়েছে। তার বাবার চিকিৎসায় বহু অর্থ ব্যয় হয়েছে এবং তারা এখন ঋণের বোঝার তলায় দিন কাটাচ্ছেন। নিজের রোগের প্রমাণপত্র হিসেবে একটি মেডিকেল সার্টিফিকেটও দেন তিনি।
ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্মে তহবিল সংগ্রহের এই আবেদনের দারুণ সাড়া পান ল্যান। ল্যানের বন্ধুরা জানিয়েছেন, ত♈ার এই আবেদন সমাজমাধ্যম এবং তার কলেজের পুরনো ছাত্রদের গ্রুপে ব্যাপক ভাবে প্রচারিত হয়েছিল। অল্প কিছু দিনের মধ্যেই তিনি সাত লাখ ইউয়ানেরও বেশি টাকা সংগ্রহ করে ফেলেন।
এদিকে ল্যানের অ্যাকাউন্টে বড় অংকের অনুদান জমা পড়ার কিছুদিন পড়েই তার নতুন ফ্ল্যাটের ছবি একটি গ্রুপ চ্যাটে শেয়ার করেন। সেখানে ল্যান লিখেন, “এটি আমার নতুন বাড়ি। মোট মূল্য সাত ল༺াখ ৩৮ হাজার ইউয়ান।”
ল্যানের এই মেসেজ চাঞ্চল্যের সৃষ্টি করে। যারা অ𒈔নুদান দিয়েছিলেন তারা সন্দেহ করেন যে, ল্যান অনুদানের টাকা দিয়ে নতুন ফ্ল্যাট কিনেছেন। পরে খোঁজখবর করে জানা যায়, ল্যান বিয়ে করার জন্য করা একটি বিজ্ঞাপন দিয়েছিলেন। সেই বিজ্ঞাপনে ল্যান দাবি করেছিলেন তার পরিবারের একাধিক সম্পত্তি রয়েছে, যার মধ্যে দুটি ফ্ল্যাট রয়েছে, যার মূল্য ১০ লাখ। ৩৮ লক্ষ ইউয়ানেরও বেশি মূল্যের বাণিজ্যিক সম্পত্তির কথাও লেখেন তিনি। তার বার্ষিক আয় প্রায় দেড় লাখ ইউয়ান। কিন্তু ল্যান ক্রাউ𝔍ডফান্ডিং প্ল্যাটফর্মে জানিয়েছিলেন যে, তিনি নাকি একটি মাত্র বাড়ির মালিক, যার মূল্য তিন থেকে পাঁচ লাখ ইউয়ান এবং তার একটি গাড়ি রয়েছে।
এর পরিপ্র⭕েক্ষিতে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্মটি ৭ নভেম্বর একটি 💫বিবৃতি প্রকাশের মাধ্যমে ল্যানের চ্যানেলটি বন্ধ করে দেয়। সেই বিবৃতিতে জানানো হয়েছিল, ল্যান তার পরিবারের আর্থিক অবস্থার কথা গোপন রাখার কারণে তাকে সেই অ্যাকাউন্ট থেকে বরখাস্ত করা হলো। ভবিষ্যতে তিনি আর কখনও সেখানে কোনো রকম আবেদন করতে পারবেন না।
তবে ল্যান অনুদানের টাকা দিয়ে ফ্ল্যাট কেনার এ⛎ই অভিযোগ অস্বীকার করে জানান যে, তিনি অনুদান থেকে পাওয়া অর্থের দুই লাখ ইউয়ান একটি নির্দিষ্ট মেয়াদি সঞ্চয় অ্যাকাউন্টে জমা করেছেন। এই মিথ্যাচারিতার জন্য ল্যানের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ করা হবে কি না সেটি এখনও জানা যায়নি।
সূত্র : আনন্দবাজার