• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


পোল্যান্ড সীমান্তের কাছে ওয়াগনার, সতর্কতা জারি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩০, ২০২৩, ০২:৪৭ পিএম
পোল্যান্ড সীমান্তের কাছে ওয়াগনার, সতর্কতা জারি

ন্যাটোর সদস্য পোল্যান্ড সীমান্তের দিকে এগোচ্ছে রাশিয়ার সশস্ত্র ভাড়াটে ওয়াগনারের শতাধিক যোদ্ধা। তাদের গতিবিধির কথা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পোলিশ প্রধ♌ানমন্ত্রী মাতেউস মোরাউইকি। যোদ্ধারা অভিবাসী ছদ্মবেশে পোল্যান্ডে প্রবেশ করতে পারে বলেও শঙ্কা জানান তিনি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। প্রধানমন্ত্রী মাতে♍উস শনিবার সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমাদের কাছে তথ্য আছে ওয়াগনারের শতাধিক ভাড়াটে যোদ্ধা বেলারুশের গ্রোডনো থেকে সুওয়ালকির দিকে অগ্রসর হয়েছে। ফলে সীমান্তের পরিস্থিতি আরও ভয়ংকর হয়ে উঠছে বলে সতর্ক করেছেন তিনি।

গ্রোডনো বেলারুশের পশ্চি꧅মে দিকে অবস্থিত, যা ন্যাটোর পোল্যান্ড ও লিথুয়ানিয়া সীমান্ত থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে। ন্যাটোর পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সদ্যস্যও পোল্যান্ড। রুশ মিত্র বেলারুশ ও ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সীমান্তের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বিগ্ন দেশটির সরকার।

পোল্যান্ড ইউরোপীয় ইউনিয়ন এবং পশ্চিমা সামরিক ন্যাটো উভয়ে𓂃র সদস্য। এদিকে রাশিয়ার মিত্র বেলারুশ এবং ইউক্রেনের পূর্ব সীমান্তে তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।

নিরাপত্তা সংকট তখন থেকেই বেড়েছে যখন ওয়াগনারের হাজার হাজার যোদ্ধা বেলারুশে অবস্থান নিয়েছে। গত জুনে রাশিয়ার সামরিক নেতাদের উৎখাতের ঘোষণা দিয়ে স্বল্প সময়ের জন্য বিদ্রোহ ঘটনায় ওয়াগনার। পরবর্তীতে বেলারুশের প্রেসিডেন্টের মধ্যস্থতায় চুক্তি অনুযায়ী তার দেশে আশ্রয়ে যায় বা🍸হিনীটি।

পোল্যান্ড-বেলারুশ সীমান্ত গত কয়েক বছর ধরে একটি উত্তেজনাপূর্ণ জায়গা হয়ে উঠেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা থেকে বিপুলসংখ্যক শরণা♐র্থী এবং অভিবাসীরা পোল্যান্ড, লিথুয়ানিয়ায় পাড়☂ি দিয়ে ইইউতে প্রবেশ করতে চায়।

পোলিশ সরকারের অভিযোগ, শরণার্থী ও অভিবাসনপ্রত্যাশীদের ব্যবহার করে পোল্যান্ড ও ইইউ’র দেশগুলোতে অস্থিরতা তৈরির প্রয়াস চালাচ্ছে রাশিয়া-বেলারুশ। পূর্ব ইউরোপের এই দেশটি অভিবাসনকে হাইব্রিড যুদ্ধ আখ্যাജয়িত করে থাকে। এই কারণে বেলারুশ সীমান্তে উঁচু প্রাচীর নির্মাণও করেছে।

পোಞলিশ প্রধানমন্ত্রী বলেছেন, এই বছরে এখন পর্যন্ত বেলা🎃রুশ থেকে ১৬ হাজার বার সীমান্ত পাড়িয়ে দিয়ে পোল্যান্ডে ঢোকার চেষ্টা চালিয়েছে অভিবাসীরা। মিনস্ক সরকার তাদের পোল্যান্ডের ঠেলে দিতে চেয়েছিল।

পরিস্থিতি এখন বিপজ্জনক হয়ে উঠেছে জানিয়ে মাতেউস বলেন, তারা (ওয়াগনার সেনা) সম্ভবত বেলারুশ সীমান্তরক্ষীদের ছদ্মবেশে থাকবে এবং অবৈধ অভিবাসীদের পোলিশ ভূখণ্ডে প্রবেশ করানোর পাশাপাশি পোল্যান্ডকে অস্থিতিশীল করতে সহায়তা করবে। তারা অভিবাসী সেজে পোল্যান্ডে ꧃অনুপ্রবেশের চেষ্টা চালাতে পারে, যা অতিরিক্ত ঝুঁকি তৈরি করবে।

Link copied!