• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


শুকিয়ে যাচ্ছে ভেনিসের খাল, পার হওয়া যাচ্ছে হেঁটেই


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৩, ০৬:২০ পিএম
শুকিয়ে যাচ্ছে ভেনিসের খাল, পার হওয়া যাচ্ছে হেঁটেই

ইতালির বিখ্যাত ভেনিস শহরের আঁকাবাঁকা ছোট খালগুলো শুকিয়ে যাচ্ছে। অন্যসময় ভেনিসের খালগুলোতে বন্যার পানি ঢোকার কারণে ভোগান্তির সৃষ্টি হলেও এবার পানির অভাবে বিখ্যাত ছোট নৌকা গোন্দোলা, ওয়াটার ট্যাক্সি এবং অ্যাম্বুলেন্সগুলো চলতে পারছে না। খালগুলো শুকিয়ে যাওয়ার জন্য কম বৃষ্টিপা🌺ত, ভেনিসে বাতাসের উচ্চচাপ, পূর্ণিমা এবং সমুদ্র উচ্চতাকে দায়ী করা হচ্ছে।

গত সোমবার (২০ জানুয়ারি) লিগামবিয়েন্তে নামে একটি পরিবেশবাদী গোষ্ঠী জানিয়েছে, ইতালির নদী-নালাগুলো প্রচণ্ড পানির অভাবে ভুগছে। বিশেষ ꧙করে দেশটির উত্তর দিকের অবস্থা খারাপ।

ইতালির সর্ববৃহৎ নদী ‘পো’, যেটি আল্পস থেকে বয়ে উত্তর-পূর্ব দিকের আদ্রিয়াকের দিকে বয়ে গেছে। সেই পো নদীতে এখন সাধারণ সময়ের চেয়ে ৬১ শতাংশ কম পানি রয়েছে বলে জানিয়েছে লিগামবিয়ܫেন্তে।

খরা পরিস্থিতি প্রকট আকার ধারণ করার পর গত বছর পো নদীর আশপাশের অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। ওই পো নদীর ওপর নির꧟্ভর করেই ইতালির এক তৃতীয়াংশ কৃষি পণ্য উৎপাদিত হয়। গত বছর পো নদীত🎃ে গত ৭০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরা দেখা যায়।

জানা গেছে, পো নদী ছাড়াও দেশটির উত্তরাঞ্চলের গার্দা ল♐েকের পানি রেকর্ড পরিমাণ কমে গেছে। লেকের প💜ানি এখন এতটাই কম যে এখন সান বিয়াগিওর ছোট দ্বীপে হেঁটেই যাওয়া যাচ্ছে।

ইতালির বিজ্ঞানীরা জানিয়েছেন, বর্তমান এ অবস্থা থেকে মুক্তি পেতে ইতালিতে অন্তত ৫০ দিন মুষলধারে বৃষ্টির প্রয়োজন। তবে আশার কথা হলো, আবহাওয়াব꧒িদরা জানিয়েছেন, কয়েকদিনের মধ্যেই আল্পসে তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Link copied!