হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর ঘটনায় সামাজ♛িক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট দিয়েছেন মার্কিন সিনেটর রিক স্কট। তিনি লিখেছেন, “রাইসি যদি মারা গিয়ে থাকেন, তবে বলতে হবে, বিশ্ব এখন আগের চেয়ে নিরাপদ এবং ভালো জায়গা হয়ে উঠেছে।”
রিক যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দল▨ের সিনেটর। রাইসিকে নিয়ে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনার পর এক্সে একটি পোস্ট দেন তিনি। তখনও রাইসির মৃত্যুর খবর নিশ্চিত হওয়া যায়নি।
ওই পোস্টে রিক বলেন, “ওই (রাইসি) মন্দ লোকটি অত্যাচারী ও সন্ত্রাসী𝕴 ছিলেন। তাকে কেউ ভালোবাসত না, সম্মান করত না। কেউ তাঁর শূন্যতা অনুভব করবে না।”
রিক আরও লিখেছেন, “তিনি যদি ম😼ারা গিয়ে থাকেন, তবে আমি সত্যিই আশা করি যে ইরানি জনগণ খুন𒅌ি স্বৈরশাসকদের কাছ থেকে নিজেদের দেশকে পুনরুদ্ধার করতে পারবে।”
এদিকে যুক্তরাষ্ট্রের প🦩্রতিনিধি পরিষদের হাউস আর্মড সার্ভিসেস কম🧜িটির রিপাবলিকান চেয়ারপারসন মাইকেল ওয়াটজ এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সময় এবং আগে রাইসিকে মারাত্মকভাবে মানবাধিকার লঙ্ঘন করতে দেখা গেছে।”