• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মালিতে জঙ্গি হামলা, সেনাসহ নিহত ৬৪


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৩, ১২:৪৬ পিএম
মালিতে জঙ্গি হামলা, সেনাসহ নিহত ৬৪
ছবি: সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ মালির উত্তরপূর্বে একটি যাত্রীবাহী নৌকায় ইসলামপন্থী জঙ্গিদের হামলায় অন্তত ৪৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। দেশটির অন্তর্বর্তী সরকারের বরাতে এক প্রতিবেদꦍনে এ তথ্য জানিয়েছে বিবিস💖ি।

প্রতিবেদনে বলা হয়, জঙ্গিরা একটি সেনা ঘাঁটিতেও হামলা চালিয়ে অন্তত ১৫ জন সেনাকে হত্যা করেছে। সেখানে হামলার সময় ৫০ 🐻জঙ্গিও নিহত হয়। এ ঘটনায় মালি সরকার দেশটিতে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে। &nb🌊sp;

দেশটির সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) গ্রিন🧔উইচ মান সময় বেলা ১১টার দিকে নৌকায় জঙ্গিরা হামলা চালায়। 

নৌকার চালক 🎐কোমানাভ বার্তাসংস্থা এএফপিকে জানান, নღৌকার ইঞ্জিন লক্ষ্য করে অন্তত তিনটি রকেট ছোড়া হয়।

দেশটির সেনাবাহিনী দাবি করছে, ভাগনার গোষ্ঠী মালির পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রেখেছে। তারপরও দেশটিতে ইসলা💟মপন্থীদের হুমকি ক্রমেই বেড়ে চলছে।  

গাও শহর থেকে মোপ্তি শহরে যাওয়ার সময় নাইজার নদীতে জঙ্গিরা নৌকাটিতে হামলা চালায় বলে জানা গিয়েছে। গাও অঞ্চলেরও বুরেম সার্কেলে এক সেনা ক্যাম্পেও হামলা চালায় জঙ্গিরা।

২০২০ সাল থেকে মালিতে সামরিক শাসন চলছে। তৎকালীন রাষ্ট্রপতি ইব্রাহিম বুবাকার কেইতার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের পর সেনাবাহিনী ক্ষমতা দখল করে। তখন সেনা সরকারের পক্ষে ব্যাপক জন সমর্থন ছিল। বুবাকার শাসনামলে অর্থনৈতিক অনিশ্চয়তা, বিতর্কিত🅠 নির্বাচন ও নিরাপত্তাহীনতায় জনগণ ক্ষুব্ধ ছিল।

তবে ক্ষমতায় আসার পর মালির সামরিক সরকার দেশের ক🔜িছু অংশ নিয়ন্ত্রণকারী ইসলামপন্থীদের বিরুদ্ধে লড়াইয়ে তেমন কোনಞো অগ্রগতি করতে পারেনি।

Link copied!