• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মুরগির ডিম ভাঙতেই বের হলো ‘সাপ’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৮, ২০২৪, ০১:১২ পিএম
মুরগির ডিম ভাঙতেই বের হলো ‘সাপ’
মুরগির ডিম ভাজতে গিয়ে ‘সাপ’ বের হতে দেখলেন এক গৃহবধূ। ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে প্রতিদিন নানꦛা অদ্ভুত কাণ্ড সামনে আসে। যে ঘটনা দেখে মানুষজন অবাক হয়ে যান। কোনো ঘটনা মানুষকে চমকে দেয় মুহূর্তের মধ্যে। তেমনি এক ঘটনার সাক্ষী হলো ভারতের পশ্চিমবঙ্গের পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত খোট্টাডিহি গ্রামের মানুষ। 

ভারতের সংবাদমাধ্যম নিউজ১৮-এর প্রতিবেদনে বলা হয়, পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত খোট্টাডিহি গ্রামের বাসিন্দা শেখ মান্🦹নান। তার স্ত্রী সম্প্রতি ছেলেকে অমলেট তৈরি করে দেওয়ার জন্য ডিম ভাঙেন। আর ডিম ভাঙা মাত্রই রীতিমতো চমকে ওঠেন তিনি। কারণ, মুরগির ডিমের ভেতরে তিনি দেখতে পান সাপ। যেটি নড়াচড়া করছিল তখনো। আর এ ঘটনা দে🍸খার পরেই তিনি ভয় পেয়ে যান। ওই ভাঙা ডিম নিয়ে গিয়ে দেখান প্রতিবেশীদেরও।

যদি ওই বস্তুটি আসলেই সাপ কি না, তার এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে সাপ সদৃশ্য🐼 এই বস্তুটি ডিমের ভেতর থেকে পাওয়া যাওয়ার ফলে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। শেখ মান্নানের স্ত্রী মালা বিবি জানিয়েছেন, তিনি স্থানীয় একটি দোকান থে♚কে এই ডিমটি কিনে এনেছিলেন। 

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা সোমনাথ মণ্ডল বলছেন, মুরগির ডিম প্রায় সবাই খান। পুষ্টির ভাণ্ডার বলে ডিম পরিচিত। কিন্তু সেই ডিম থেকে যদি এমন ধরনের বস্তু পাওয়া যায়, তাহলে সবাই আতঙ্কিত হয়ে যাবেন। তাছাড়া যদি কেউ ভালোভাবে সেগুলো না দেখে নেন, আর তাতে যদি সাপের মতো এমন বস্তু🍬 থাকে, তাহলে বড় বিপদের আশঙ্কাও থাকছে।

Link copied!