• ঢাকা
  • বুধবার, ২১ আগস্ট, ২০২৪, ৬ ভাদ্র ১৪৩১, ১৫ সফর ১৪৪৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


প্রাণহানিতে রাশিয়া-ইউক্রেনে নতুন বছর শুরু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৪, ১০:০৭ এএম
প্রাণহানিতে রাশিয়া-ইউক্রেনে নতুন বছর শুরু
নতুন বছরের শুরুতেই পাল্টাপাল্টি হামলা চালিয়েছে রাশিয়া ও ইউক্রেন

নতুন বছরের শুরুতেই পাল্টাপাল্টি হামলা চালিয়েছে রাশিয়া ও ইউক্রেন।এই হামলায় উভয় দেশে পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে ইউক্রেনের হামল𒐪ায় চারজন এবং রাশিয়ার হামলায় প্রাণ হারিয়েছেন একজন। আহত হয়েছেন আরও অনেকে।&n𝔍bsp;

সোমবার (১ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জান🤡িয়েছে বার্তা সংস্থা রয়টার্স✱।

প্রতিবেদনে জানানো হয়েছে, নববর্ষের দিনের প্রথম ভাগে দোনেৎস্ক শহরে ইউক্রেনের গোলাবর্ষণে চারজন নিহত হয়েছেন বলে ইউ🌟ক্রেনের পূর্বাঞ্চলে অবস্থিত  শহরটির রাশিয়া-নিযুক্ত একজন কর্মকর্তা জানিয়েছেন।

অন্যদিকে ইউক্র🌠েনের কর্মকর্তারা বলেছেন, ওডেসাতে রাশিয়ার হামলায় ꦦঅন্তত একজন নিহত হয়েছেন।

বৃহত্তর দোনেৎস্ক♏ অঞ্চলের রাশিয়া-নিযুক্ত প্রধান কর্মকর্তা ডেনিস পুশিলিন টেলিগ্রাম মেসেজিং অ্যাপে ♋লিখেছেন, দোনেৎস্কের কেন্দ্রে ইউক্রেনীয় বাহিনীর ‘ভারী গোলাবর্ষণে’ আরও ১৪ জন আহত হয়েছেন।

দোনেৎস্ক শহরটি বৃহত্তর দোনেৎস্ক অঞ্চলের প্রশাসনিক কেন্দ😼্র হিসেবে কাজ করে থাকে।

অন্যদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী ওডেসাতে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত একজন নিহত হয়েছেন বলে ওডেসা অঞ্চলের গভর্নর ওলেহ কিপ🦄ার টেলিগ্রামে বলেছেন।

ওলেহ কিপার বলেছেন, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ডꦰ্রোন হামলা প্রতিহত করতে সক্রিয় ছিল, তবে ড্রোনের ধ্বংসাবশেষ শহরের বিভিন্ন অংশে আবাসিক ভবনগুলোতে আছড়ে পড়ার পর অগ্নিকাণ্ডের সৃষ্টি করে। এ ছাড়া൲ বেশ কয়েকজন আহত হয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় ওডেসার মেয়র হেনাদি ট্রুখানভের পোস্ট করা ভিডিওতে তাকে ভাঙা জানালাসহ ক্ষতিগ্রস্ত একটি অ্যাপার্টমেন্ট পরিদর্শন করতে দেখা যไাচ্ছে।

এ ছাড়া মাইকোলাইভ এবং ডিনিপ্রো 🐻অ𝓀ঞ্চলকে লক্ষ্য করে রাশিয়া বিমান হামলাও চালিয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের বিমানবাহিনী।

Link copied!