সিংহাসন ছাড়ার ঘোষণা দিয়েছেন ডেনমার্কের রানি দ্বিতীয় মার্গারেটা। ১৪ জানুয়ারি সিংহাসন ছাড়ছেন তিনি। তার স্থলাভিষিক্ত হবেন ছেল♌ে যুবরাজ ফ্রেডেরিক।
রাজ্যাভিষেকের ৫২ বছর পর তিনি সিংহাসন♊ ছাড়ার ঘোষণা দিয়েছেন।
সোমবার (সোমবার) নববর্ষ🐟 উপলক্ষে দেওয়া ভ🐷াষণে সিংহাসন ছাড়ার ঘোষণা দেন দ্বিতীয় মার্গারেটা।
রানি মার্গ🌊ারেটার বয়স ৮৩ বছর। ১৯৭২ সালে তিন♔ি সিংহাসনে বসেছিলেন। ২০২২ সালের সেপ্টেম্বরে ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তিনি ইউরোপের দেশগুলোয় সবচেয়ে বেশি দিন সিংহাসনে থাকা রাষ্ট্রপ্রধান।
ভাষণে রানি মার্গারেটা বলেন, “আমি সিদ্ধান্ত নিয়েছি, এখনই সেই সময়। ২০২৪ সালের ১৪ জানুয়ারি, আমার প্রিয় বাবার উত্তরসূরি হওয়ার ৫২ বছর পর, আমি ডেনমার্কের রানির পদ থেকে পদত্যাগ করব। ছেলে যুবরাজ ফ্রেড💮েরিক সিংহাসনে আমার স্থালাভিষিক্ত হবে।”
ডেনমার্কে সংসদীয় শাসনব্যবস্থা চালু রয়েছে। আনুষ্ঠানিক ক্ষমতা নির্ব🔥াচিত সরকারের হাতে। সরকারপ্রধান প্রধানমন্ত্রী। রাজপরিবারের ক্ষমতার চর্চা ঐতিহ্য আর আনুষ্ঠানিকতায় সীমিত।