মালয়েশিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য🃏 তেরেঙ্গানুতে বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ায় প্রকাশ্যে ৪২ বছর বয়সী এক ব্যক্তিকে বেত্রাঘাতে শাস্তির রায় দেওয়া হয়েছে। ওই ব্যক্তি পেশায় একজন ভবন নির্মাণশ্রমিক এবং ৫ সন্তানের পিতা।
ꩵমালয়েশিয়ার স্থানীয় বার্তাসংস্থা বেরনামার বরাত দিয়ে রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য ꩵজানা যায়।
꧙রয়টার্সের ওই প্রতিবে🔯দনে বলা হয়, ওই ব্যক্তিকে মোট ৬ বার বেত্রাঘাত এবং জরিমানার রায় দিয়েছেন শরিয়া আদালত। এর আগেও তিনবার একই অভিযোগ এসেছিল ওই ব্যক্তির বিরুদ্ধে।
তেরেঙ্গানু রাজ্য সরকারের নির্বাহী কাউন্সিলর মুহম্মদ খলিলি আবদুল হাদি স্থানীয় বার্তাসংস্থা বেরনামাকে বলেন, “রায় বাতিলের জন্য আবেদন করতে পারবেন দোষী ওই ব্যক্তি। যদি তিনি আবেদন না করেন,🌌 সেক্ষেত্রে আগমী ৬ ডিসেম্বর জুমার নামাজের পর রাজ্যের প্রধান মসজিদ চত্বরে তাকে শাস্তি প্রদান করা হবে।”
আবদুল হাদি আরও বলেন, “এর আগেও এ ধরনের অপরাধে দোষীদের শাস্তি হিসেবে বেত্রাঘাত করা হয়েছে, কিন্তু সেসব ক্ষেত্রে শাস্তি কার্যকর করা হয়েছে বদ্💦ধ ঘরে। এবারই প্রথম প্রকাশ্যে এই শাস্তি কার্যকর ཧকরার রায় দিয়েছেন শরিয়া আদালত।”
দক্ষিণপূ♛র্ব এশিয়া অঞ্চলের দেশ মালয়েশিয়ায় মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। তবে মালয়ী মুসলিমদের পাশাপাশি দেশ🍸টিতে উল্লেখযোগ্যসংখ্যক চীনা ও তামিল বংশোদ্ভূত লোকজনও রয়েছে।
এ কারণে দেশটিতে ইসলামি শরিয়া আদালত এবং ধর্মনিরপেক্ষ আধুনিক আদালত— উভয়ই ဣরয়েছে। তবে শরিয়া আদালতের বিচার কেবল 🔜মুসলিম জনগোষ্ঠীর জন্য প্রযোজ্য।
মালয়েশিয়ার শরিয়া আদালতগুলোর মৃত্যুদণ্ড প্রদানের এক্তিয়ার নেই। তবে ধর্ষণ, মানবপাচার, বিবাহ বহির্ভূত সম্পর্ক𒁏 প্রভৃতি অপরাধের জেরে এসব আদালত বেত্রাঘাত, কারাদণ্ড ও জরিমানার মতো শাস্তি দিতে পারে।