সﷺুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় সহিংস বিক্ষোভ হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এক প্রতিদবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
রোববার (৩ সেপ্টেম্বর) সুইডেনে ইসলামবিরꦉোধী ইরাকি অ্যাক্টিভিস্ট সালওয়ান মোমিকা মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পোড়ান। এ ঘটনার পর দেশটির মালমো শহরে বিক্ষোভ শুরু হয়। ক্ষুব্ধ বিক্ষোভকারীরা একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেন। পুলিশ জানিয়েছে, নিরাপত্তা আইন ভঙ্গ করায় মালমো শহর💃 থেকে ১০ জনকে আটক করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, রোববার বিকেলে সালওয়ান মোমিকা শহরের প্রধান চত্বর ভার্নহেমস্টোরগেটে কোরআনে আগুন ধরিয়ে দেন। ক্ষুব্ধ বিক্ষ🐼োভকারীরা কোরআন পোড়ানো বন্ধ করার চেষ্টা করেন। ফলে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
মোমিকা এর আগেও কোর✃আন অবমাননা করেছেন। ফলে মধ্যপ্রাচ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
কর্মকর্তারা জানান, বিক্ষোভকারীরা 🔴পুলিশের দিকে পাথর ছুড়ে মারে। কেউ কেউ পুলিশের গাড়িতে বৈদ্যুতিক স্কুটার নিক্ষেপ করেছে। বেশ কয়েকটি পুলিশের গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে।
স্থা♏নীয় সংবাদমাধ্যমকে মালমো অঞ্চলের পুলিশ কমান্ডার পেট্র💛া স্টেনকুলা বলেন, “আমি বুঝতে পারছি এ ধরনের একটি জনসমাবেশ তীব্র আবেগ জাগিয়ে তোলে। কিন্তু রোববারের মতো বিশৃঙ্খলা ও সহিংসতা আমরা সহ্য করতে পারি না।”
সম্প্রতি ডেনমার্ক ও সুইডেনে কোরআন পোড়ানোর ঘট🐠নায় মুসলিম বিশ্বে ক্ষোভ সৃষ্টি হয়। ফলে বাক্স্বাধীনতার নামে ইসলামের বিরুদ্ধে এমন বিদ্বেষমূলক আচরণ বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে।