ফ্রান্সে একটি প্রিজন ভ্যানে হামলা চালিয়ে বন্দী ছিনতাই করে নিয়ে গেছেন বন্দুকধারীরা। এই হামলায় দুই পু⛎লিশ কর্মকর্তা নিহত হয়েছেন। পা🔯লিয়ে যাওয়া বন্দীর নাম মোহাম্মদ এ। এই ঘটনায় হামলাকারীদের ধরতে দেশজুড়ে অভিযানে শুরু করেছে দেশটির পুলিশ।
🤪মঙ্গলবা⛎র (১৪ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার উত্তর ফ্রান্সের ইউরে অঞ্চলে বন্দুকধারীদের হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। পুলিশের ওপর ভারী অস্ত্র নিয়ে🐠 হামলা চালানো হয়েছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
দেশটির স্বরাষ্ট্রম♔ন্ত্রী জে🅘রাল্ড ডারমানিন বলেছেন, ওই বন্দী ও হামলার হোতাদের ধরতে বড় পরিসরে অভিযান শুরু করা হয়েছে।
হতাহতদের পরিবারে⭕র প্রতি শোক জানিয়ে ফরাসি প্রেসিডেন্ট এমানু✅য়েল ম্যাক্রোঁ বলেছেন, “পুরো দেশ তাদের সঙ্গে আছে।”