হেলিকপ্টার দুর্ঘটꦆনায় ইরানের প্রেসিডেন্ট রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী আমিরাব💙্দুল্লাহিয়ানসহ ওই হেলিকপ্টারে থাকা সবাই নিহত হয়েছেন বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। ইরানের সংবিধান অনুযায়ী, দুর্ঘটনায় রাইসির মারা গেলে তার পদে বসবেন বর্তমান প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার। তবে এ ক্ষেত্রে দেশটির সর্বোচ্চ নেতার অনুমোদনের প্রয়োজন পড়বে।
তবে মোহাম্মদ মোখবার দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। আগামী💧 ৫০ দিনের মধ্যে ইরানের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠꩵিত হবে এবং নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।
এর আগে ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছে, হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট রাইসি এবং পররা♛ষ্ট্রমন্ত্রী আমিরাব্দুল্লাহিয়ানসহ ওই হেলিকপ্টারে থাক๊া সবাই নিহত হয়েছেন।
🎃গতকাল ইরনার প্রতিবেদনে বলা হয়, ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে দেশটির প্রেসিডেন্ট𒊎 ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।
প্রেসিডেন্ট রাইসি আজারবাইজান-ইরান সীমান🐽্তে একটি বাঁধ খোলার অনুষ্ঠান থেকে ফেরার সময় ভারজাকান অঞ্চলে তাকে বহনকারী হেলিকপ্টার প্রতিকূল পরি൲বেশে জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হয়।
হেলিকপ্টারে দেশটির পররাষ্✅ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমাতিসহ আরও বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তা ছিলেন।