ফলের জুসের সঙ্গেꦰ প্রস্রাব মিশিয়ে ক্রেতাদের দেওয়ার অভিযোগ এক বিক্রেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশে🔯র গাজিয়াবাদে। এ ঘটনায় তার কিশোর সহযোগীকেও আটক করেছে পুলিশ।
ভা൩রতীয় সংবাদমাধ্যম এনডি🍨টিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এক পুলিশ কর্মকর্তা গত শুক্রবার জানান, ওই জুস বিক্রেতা𒅌 ফলের জুসের সঙ্গে মানুষের প্রস্রাব মিশিয়ে ক্রেতাদের পরিবেশন করছিলেন, এꦯমন অভিযোগ পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ কর্মকর্তা অঙ্কুর ভাস্কর ভার্মা জানান, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই জুস স্টলে তল্লাশি চালায়, সেখ☂ান থেকে প্রস্রাব ভরা একটি প্লাস্টিকের কনটেইনার পাওয়া যায়।