• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কুপইয়ান্সক শহর ত্যাগ করার নির্দেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১০, ২০২৩, ০৬:১৬ পিএম
কুপইয়ান্সক শহর ত্যাগ করার নির্দেশ

ইউক্রেনের খার্কিভ অঞ্চলের কুপইয়ান্সক শহর এবং আশেপাশের এলাকার বাসিন্দাদে♊র বাধ্যতামূলকভাবে ওই এলাকা ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। রাশিয়ার আক্রমণ তীব্র হওয়ার ফলে কুপইয়ান্সক শহরের স্থানীয় 🐭কতৃপক্ষ এই নির্দেশ জারি করেছে।

কুপইয়ান্সক হলো গত সেপ্টেম্বর মাসে রাশিয়ার কাছ থেকে ইউক্রেনীয় বাহিনীর ম♎ুক্ত করা অঞ্চলগুলোর মধ্যে এটি একটি।

গত কয়েক সপ্তাহ ধরে রাশিয়া এই শহর দ্বিতীয়বারের মতো দখল করতে অভিযান জোরদার করেছে। জারি করা ঘ🥃োষণাটিতে বলা হয়েছে কুপইয়ান্সক শহর এবং ওস্কিল নদীর পূর্ব তীরে অবস্থিত যাওস্কিলিয়া শহরের বাসিন্দাদের বাধ্যতামূলকভাবে সেই এলাকা ত্যাগ করতে হবে। একটানা বোমাবর্ষণের কারণে এবং নিরাপত্তা পরিস্থিতির জন্য এই নি▨র্দেশ দেওয়া হয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরে রুশ বাহিনী ওস্কীল নদীর পশ্চিমে ইউক্রেনের ফ্রন্ট লাইন ভাঙ🐟ার জন্য আক্রমণ জোরদার করেছে। এছাড়া আকাশ পথে এবং স্থল পথে বোমাবর্ষনের 🌳হার বাড়িয়েছে।   

 

Link copied!