শেনজেনভুক্ত দেশগুলোতে যাওয়ার ক্ষেত্রে নতুন ভিসানীতি ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এতে বলা হয়, এখন ভারত থেকে শেনজেনভুক্ত সব দেশের জন্য ভিসার আবেদন করা যাবে। এই ভিসার মেয়াদও থাকবে অন❀েক দিন। এতে করে ইউরোপের ২৯টি দেশে এই ভিসা দিয়ে যাওয়া যাবে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, ১৮ এপ্রিল থেকেই এই নিয়ম কার্যকর হয়েছে। সোমবার (২২ এপ্রিল) সামাজিক যোগাযোগ🍃মাধ্যম এক্সে এই ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, এখন থেকে ভারতীয়রা শেনজেন ভিসায় নতুন সুবিধা পাচ্ছেন। আগেই এই ঘোষণা দেওয়া হয়েছিল।
শেনজেন ভিসার আওতায় রয়েছে ইউরোপীয় 👍ইউনিয়নের ২৫টি সদস্য দেশ এবং এ জোটের বা🌼ইরের দেশ আইসল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড ও লিচেনস্টাইন।
এবারের নীতি ভারতীয়দের দীর্ঘ সময় শেনজেনভুক্ত দেশে থাকার সুবিধা দিচ্ছে। 💞আগে ভ্রমণ বেশি করা ব𝐆্যক্তিরা একাধিক বছর থাকতে পারবেন শেনজেনভুক্ত দেশে।
নতুন নীতিতে বলা হয়, ভারতীয়রা দুই বছরের জন্য আবেদন করতে ༒পারবেন। পরে পাঁচ বছরের ভিসাও পাব🌌েন তারা। ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে এবং অভিবাসন আরও সহজ করতেই এই ব্যবস্থা বলে জানা গেছে।