ফ্লোরিডার সাবেক অ্যা👍টর্নি জেনারেল পাম বন্ডিকে যুক্👍তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনীত করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এর আগে গত সপ্তাহে ম্যাট গেটজকে অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনীত করেছিলেন তিনি। কিন্তু যৌন কেলেঙ্কারিসহ বিভিন্ন বিতর্কের মুখে পদ থেকে সরে দাঁড়ান গেজেট।
বিবিসি জানিয়েছে, আইন প্রয়োগকারী হিসেবে বন্ডির দীর্ঘদিনের অভিজ্ঞতা রয♍়েছে। এর আগে তিনি দীর্ঘ ২০ বছর ফ্লোরিডার অ্যাটর্নꦯি জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেন।
ট্রাম্পের দীর্ঘদিনের মিত্র বন্ডি তার প্রথম সিনেট অভিশংসন বিচারের সময় ট্রাম্পের আইনি দলের অংꦺশ ছিলেন তিনি। নিউ ইয়র্কে ট্রাম্পের গোপন অর্থ কেলেঙ্কারি মামলার বিচারের সময়ও বন্ডি আদালতে প্রক♈াশ্যে তাকে সমর্থন জানিয়েছিলেন।
বন্ডি ২০১৬ সালের নির্বাচনি প্রচারের সময় থেকেই ট্রাম্পের ঘনিষ্ঠ ছিলেন। সম্প্রতি ট্র𝕴াম্পের এক সমাবেশে তাক🐻ে ‘বন্ধু’ হিসেবে অভিহিত করেন তিনি।
এখন সিনেটে অনুমোদন পেলে বন্ডি হবেন দেশটির প্রথম নারী প্রধান আইন কর্মকর্তা। তিন෴ি বিচার বিভাগের ১ লাখ ১৫ হাজারেরও বেশি কর্মী এবং প্রায় ৪৫ বিলিয়ন ডলার বাজেটের দায়িত্বে থাকবেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, “দীর্ঘদিন ধরে পক্ষপাতদুষ্ট ব🔴িচার বিভাগ আমার ও অন্যান্য রিপাবলিকানদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে; এখন আর নয়। পাম বিচার বিভাগের দায়িত্ব পাওয়ার পর অপরাধের বিরুদ্ধে লড়াই এবং আমেরিকাকে আবার নিরাপদ করার উদ্দেশ্যে পুনরায় মনোনিবেশ করবেন।”