বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী নেতাদের মধ্যে বেশ কয়েকজন জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের নয়াদিল্লিতে একত্র হতে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকসহ▨ অন্যান্য রাষ্ট্রপ্রধানরা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সম্মেলনে ভূরাজনৈতিক উত্তেজনা, অর্থনৈতিক মন্দা এবং খাদ্য ও জ্বালানির দাম বৃদ্ধির বিষয়ে আলোচনা করবেন। সম্মেলনে উপস্থিত থাকবেন✅ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।
ജএক নজরে দেখা যাক এই সম্মেলনে কে কে আসছে𒐪ন, আর কে আসছেন না...
জো বাইডেন: যুক্তরাষ্ট্রের ✤প্রেসিডেন্ট বর্তমানে ভারতের পথে রয়েছেন। বাইডেনের আগ্রহ সম্মেলনে ইউক্রেন যুদ্ধের প্রভাব, জলবায়ু পরিবর্তনসহ অন্যান্য বဣিষয়ে আলোচনা করা।
ঋষি সুনাক: এই সম্মেলনে▨ যোগ দেয়ার মাধ্যমে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসাবে প্রথম ভারত সফর করবেন ত🐼িনি।
ফুমিও কিশিদা: বর্তমানে জি-৭ গোষ্ঠীর চেয়ার জাপানের প্রধানমন্ত্রী সম্ম꧒েলনে ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়ার সমালোচনা করবেন বলে ধারণꦫা করা হচ্ছে।
জাস্টিন ট্রুডো: কানাডার প্রধানমন্ত্রী বর্তমানে ইন্দোনেশিয়াতে রয়ে🐓ছ🏅েন। তার কার্যালয় থেকে জানানো হয়েছে ৯-১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে তিনি উপস্থিত থাকবেন।
ইমানুয়েল ম্যাক্রন: ফরাসি 🐬প্রেসিডেন্ট সম্মেলনে উপস্থিত 𒉰থাকবেন এবং নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
এন্থনি অ্যালবানিজ: ভারত, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনস সফরের অংশ হিসাবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী সম্মেলনে অংশ 𝐆নেবেন।
ওলাফ শলৎজ: জার্মানির চ্যান্সেলর সম্মেলনে অংম নেবেন এবং তিনি জানিয়েছেন রাশ൲িয়া ও চীনের অনুপস🐓্থিতিতে সম্মেলনের গুরুত্ব কমবেনা।
ইয়ুন সুক ইয়োল: দক্ষিণ কো♛রিয়ার প্রেসিডেন্ট সম্মেলনে উত্তর কোরিয়ার পারমাণবিক ♐হুমকি এবং ক্ষেপনাস্ত্র উষ্কানির বিষয় উত্থাপন করবেন।
সিরিল রামাফোজা: দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সম্মেলনে অংশ নেবেন।
রিসেপ তাইয়েপ এরদোয়ান: তুর্কিয়ের প্রেসিডেন্ট সম্মেলনে অংশ নেবেন।
শি জিনপিং: চীনের প্রেসিডেন্ট সম্মেরনে♏ অংশ নিচ্ছেন না। তার অনুপস্থিতিতে দেশটির প্রধানಞমন্ত্রী লি কিয়াং তাদের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
ভ্লাদিমির পুতিন: আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে রাশিয়ার প্রেসিডেন্টের নামে। যার ফলে আইসিসিভুক্ত দেশে তিনি এই মুহূর্তে💫 যাচ্ছেন না। তার পরিবর্তে সম্মেলনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ উপস্থিত থাকবেন।
পেদ্রো সানচেজ: করোনা আক্রান্ত হয়ে স্পেনের প্রেসিডেন্ট এবারের সম্মেলনে অংশ নিতে প𒀰ারছেন না।
আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর: মেক্সিকোর প্রেসিডেন্ট এবারের সꦛম্মেলনে অংশ নিচ্ছেন না।
এ ছাড়া জি-২০ গোষ্🎃ঠীর বাইরের দেশ 🙈হিসাবে আয়োজক ভারতের আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ, নেদারল্যান্ডস, নাইজেরিয়া, মিশর, মরিশাস, ওমান, সিঙ্গাপুর, স্পেন এবং সংযুক্ত আরব আমিরাত।
সম🍌্মেলনে আরও উপস্থিত থাকবেন বিশ্বের প্রধান কিছু সংস্থার প্রতিনিধিরা। যার মধ্যে রয়েছౠে জাতিসংঘ, আইএমএফ এবং বিশ্ব ব্যাংক।