জেরুজালেমে ধিক্কারের মুখে বক্তৃতা থামাতে বাধ্য হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে জনꦦসম্মুখে তাকে ‘অপমান’ করেছেন বিক্ষোভকারীরা।
রোববার (২৭ অক্টোবর) এ ঘটনা ঘটে।
পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল ✤ও দ💮্য গার্ডিয়ান।
জানা গেছে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হ🅰াম♔লায় নিহত ব্যক্তিদের স্মরণে জেরুজালেমে এক স্মরণসভার আয়োজন করা হয়। সেখানেই বক্তব্য দিচ্ছিলেন নেতানিয়াহু। তবে ইসরায়েলি বিক্ষোভকারীদের ধিক্কারের মুখে বক্তব্য থামাতে বাধ্য হন তিনি।
অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়।
ভিডিও ফুটেজে দেখা যায়, বক্তব্য শুরুর কিছুক্ষণের মধ্যেই উপস্থিত 🅰দর্শকরা চিৎকার শুরু করেন। এতে পোডিয়ামে স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন নেতানিয়াহু। তার বক্তব্যের মাঝখানে হট্টগোল শুরু করেন উপস্থিত জনসাধারণ।
এ সময় কয়েকজন ব্য✤ক্তি নেতানিয়াহুর উদ্দেশে ꦡবলেন, “আপনাকে ধিক্কার।”
এ সময় একজন বিক্ষোভকারী বারবার চিৎকার করে বলতে থাকেন, “আমার বাবাকে ﷽হত্যা করা হয়েছে।”
ওই স্মরণসভার শুরুতে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের ♊বক্তৃতার সুযোগ দেওয়ার পরিকল্পনা ছিল না। কারণ, আশঙ্কা করা হচ্ছিল নিহতদের স্বজনরা ইসরায়েল সরকারের সমালোচনা করতে পারেন। তবে অনুষ্ঠানস্থলে বিক্ষোভের মুখে স্বজনদের বক্তব্যের সুযোগ দেওয়া হয়।
এর আগে গত বছরের ৭ অক্টোবর হামাসের ওই হামলায় ইসরায়েলে এক হাজার ১৩৯ জন নিহত হয়। আহত হয় দুই হাজারের বেশি মানুষ। ওই সময় ২০০ জনের বেশি মানুষকে জিম্মি নিয়ে যাওয়া হয়। এর মধ্যে প্রায় ১০🌃০ জনকে 🐷এখনো গাজায় আটকে রাখা হয়েছে।