• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ভক্তদের চমকে স্ত্রীকে বিশেষ উপহার দিলেন মার্ক জাকারবার্গ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৪, ০৩:৪১ পিএম
ভক্তদের চমকে স্ত্রীকে বিশেষ উপহার দিলেন মার্ক জাকারবার্গ
মার্ক জাকারবার্গ ও প্রিসিলা চ্যান। ছবি : সংগৃহীত

স্ত্রী প্রিসিলা চ্যানকে একটি বিশেষ উপহার দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ। ♑সেইসঙ্গে ভক্তদেরও চমকে দিয়েছেন তিনি। জাকারবার্গ প্রকাশ করেছেন নতুন একটি গান। এটি ২০০০ সালের জনপ্রিয় গান ‘গেট লো’-এর রিমিক্স।

সম্প্রতি প্রিসিলা চ্ꦺযানকে এই উপহার দেন মার্ক জাকারবার্গ। নিউজ উইকসহ বেশ কয়েকটি গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

স্পটিফাইতে প্রকাশ হওয়া এই রিমিক্সটি তৈরিতে জাকারবার্গকে সহায়তা করেছেন টি-পেইন। মিউজিকে অটো-টিউন ব্যবহার করতে সুপরিচিত টি-পেইন। গানটি মুক্তি পেয়েছে ‘জেড-পেইন’ নামে। অর্থাৎ জাকারবার্গ ও টি-পেইন, দুইজনের নামের অংশ যোগ করে গ▨ানটিকে প্রকাশ্যে আনা হয়েছে। গানটির মজার লিরিক্সে ক্লাবে যাওয়া এবং সিকিউরিটি গার্ডের সঙ্গে দেখা করার মতো হাস্যকর মুহূর্ত রয়েছে। এটি প্রিসিলার সঙ্গে তার সম্পর্কের প্রতি একটি খোলামেলা এবং মজাদার শ্রদ্ধা নিবেদন বলেও জানান জাকারবার্গ।

প্রকাশিত গানটি জাকারবার্গ এবং প্রিসিলা চ্যানের জন্য বিশেষ অর্থ বহন করে। সেই কথা ইনস্টাগ্রা💫মে জাকারবার্গ নিজেই জানিয়েছেন। তিনি লেখেন, “এটি সেই গান ছিল, যা প্রথমবার তিনি প্রিসিলাকে কলেজ পার্টিতে দেখা হওয়ার সময় বাজিয়েছিলেন।”

এদিকে প্রিয় সঙ্গীর কাছ থেকে পাওয়া এই সারপ্রাইজটি পছন্দ করেছেন প্রিসিলা। এটিকে ‘খুব রোমান্টিক’ বলে মন্তব্য করেছেন তিনি। মজা করে বলেছেন, “বিশ বছর পর আমি আর আগের মতো ‘লো’ যেতে পারি না। তবে এটি অনেক সুন্দর স্মৃতি মনে করিয♚়ে দেয়।”

Link copied!