• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


রাশিয়ার খাদ্য ও জ্বালানি সহায়তা পাবে মালি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২২, ০৯:১০ পিএম
রাশিয়ার খাদ্য ও জ্বালানি সহায়তা পাবে মালি
মালির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আসিমি গোইতা

꧙পশ্চিম আফ্রিকার দেশ মালিকে ১০ কোটি ডলারের꧑ খাদ্য, সার ও জ্বালানি সহায়তা দেবে রাশিয়া। দেশটির অর্থমন্ত্রীর বরাত দিয়ে আল-জাজিরা এই তথ্য জানিয়েছে।

এই পরিমাণ অর্থের খাদ্য ও জ্বালানি সহায়তা পেতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতি𓄧নের সঙ্গ🎀ে কথা বলেছেন মালির রাষ্ট্রপতি। মালির পূর্বতন ঔপনিবেশিক শাসক ফ্রান্সের সাথে সম্পর্কের অবনতির পর রাশিয়ার দিকে ঝুঁকছে দেশটি।

বুধবার (৩ নভেম্বর) টেলিভিশনে দেওয়া এক ভাষণে অর্থমন্ত্রী আলুসেইনি সানো෴ জানান, রাশিয়া ৬০ হাজার টন পেট্রোলিয়াম পণ্য, ৩ꩵ০ হাজার টন সার এবং ২৫ হাজার টন গম পাঠাবে মালিতে।

২০২ඣ০ সাল থেকে মালিতে ক্ষমতায় আছে সামরিক শাসক আসিমি গোইতার সরকার। গত অক্টোবরে পুতিন তাকে প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি মালির সশস্ত্র সন্ত্রসী গোষ্ঠীগুলোকে সমূলে উৎপাটন করতে দেশটির সরকারের পাশে থাকার অঙ্গীকার করেছেন তিনি।

গত আগস্টে মালি ছেড়ে যায় ফরাসি সেনারা। ফলে গোষ্ঠীগত উত্তে⛄জনা বেড়েছে এবং সশস্ত্র গোষ্ঠীগুলো আরও শক্তিশালী হচ্ছে। আর এই পরিস্থিতি সামাল দেওয়ার দায়িত্ব পড়েছে মালি সেনাবাহিনী ও জাতিসংঘের শান্তি মিশনের ওপর।

Link copied!