• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


রাশিয়ার খাদ্য ও জ্বালানি সহায়তা পাবে মালি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২২, ০৯:১০ পিএম
রাশিয়ার খাদ্য ও জ্বালানি সহায়তা পাবে মালি
মালির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আসিমি গোইতা

পশ্চ𝔉িম আফ্রিকার দেশ মালিকে ১০ কোটি ডলারের খাদ্য, সার ও জ্বালানি সহায়তা দেবে রাশিয়া। দেশটির অর্থমন্ত্রীর বরাত দিয়ে আল-জাজিরা এই তথ্য জানিয়েছে।

এই পরিমাণ অর্থের খা𓃲দ্য ও জ্বালানি সহায়তা পেতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন মালির রাষ্ট্রপতি। মালির পূর্বতন ঔপনিবেশিক শাসক ফ্রান্সের সাথে🌟 সম্পর্কের অবনতির পর রাশিয়ার দিকে ঝুঁকছে দেশটি।

বুধবার ✃(৩ নভেম্বর) টেলিভিশনে দেওয়া এক ভাষণে অর্থমন্ত্রী আলুসেইনি সানো জানান, রাশিয়া ৬০ হাজার টন পেট্রোলিয়াম পণ্য, ৩০ হাজার টন সার এবং ২৫ হাজার টন গম পাঠাবে মালিতে♛।

২০২০ সাল থেকে মালিতে ক্ꦉষমতায় আছে সামরিক শাসক আসিমি গোইতা♛র সরকার। গত অক্টোবরে পুতিন তাকে প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি মালির সশস্ত্র সন্ত্রসী গোষ্ঠীগুলোকে সমূলে উৎপাটন করতে দেশটির সরকারের পাশে থাকার অঙ্গীকার করেছেন তিনি।

গত আগস্টে💮 ♑মালি ছেড়ে যায় ফরাসি সেনারা। ফলে গোষ্ঠীগত উত্তেজনা বেড়েছে এবং সশস্ত্র গোষ্ঠীগুলো আরও শক্তিশালী হচ্ছে। আর এই পরিস্থিতি সামাল দেওয়ার দায়িত্ব পড়েছে মালি সেনাবাহিনী ও জাতিসংঘের শান্তি মিশনের ওপর।

Link copied!