মিয়ানমারের জান্তাবিরোধ♏ী বিদ্রোহী গোষ্ঠী ব্রাদারহুড অ্যালায়েন্স উত্তরাঞ্চলের শান রাজ্যের একটি গুরুত্বপূর্ণ শহর দখলে নিয়েছে। দেশটির সামরিক বাহিনী ও ব্রাদারহুড অ্যালায়েন্সের সূত্রে শুক্রবার এই খবর জানিয়েছে থাইল্যান্ডে ম𒀰িয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম ইরাবতী।
ব্রাদারহুডের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, লুক্কাই শহরে মিয়ানমার জান্তার সব সেনাবাহিনীকে নিরস্ত্র করা হয়েছে। এখন আর সেখানে কোনো মিয়ানমার সেনাবাহিনীর সদস্য নেই। কয়েকজন সেনা এবং সেনা কর্মকর্তাকেও আটক করার কথা জানি🔥য়েছে ব্রাদারহুড।
শনিবার মিয়ানমারের স্থানীয় গণমাধ্যম পপুলার নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জান্তা সরকারের মুখপাত্র জ্য মিন তুন বলেছেন, লাꦑউক্কায়ে তাদের সামরিক বাহিনী বৃহত্তর স্বার্থের ক⛎থা চিন্তা করে আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালে রক্তপাতহীন এক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। তবে সামরিক শাসনের প্রতিবাদ শুরু হলে মিয়ানমারজুড়ে রক্তপাত ꦜবেড়ে যায়। পরে দেশটির বিভিন্ন জাতিগোষ্ঠীভিত্তিক জোট বেঁধে সামরিক জান্তার বিরুদ্ধে লড়াই শুরু করে তারা।
চলমান লড়াইয়ে দেশটির উত্তরাঞ্চলের এই শহরের নিয়ন্ত্রণ হারানোকে বড় চাপ হিসেবে বিবেচনা করছে রাজনৈতিক বিশ্লে🌳ষকরা।
সূত্র-দ্যা ইরাবতী