• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ১ পৌষ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


‘ইসরায়েলের মতো ভারতও অন্য কোনো দেশে টার্গেট করে হত্যা করতে সক্ষম’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৪, ০৮:২৩ এএম
‘ইসরায়েলের মতো ভারতও অন্য কোনো দেশে টার্গেট করে হত্যা করতে সক্ষম’
ভারতের বিমানবাহিনীর প্রধান এপি সিং

গাজায় বর্বর হামলা চালানোর মধ্যে লেবাননের বৈরুতে হামলা চালিয়ে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্♕লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল। ভারতও কি চাইলে এভাবে হামলা চালাতে পারবে? ভারতীয় বিমানবাহিনী প্রধান এপি সিংকে এই প্রশ্ন করা হলে তিনি বলেন, ভারতও এভাবে হামলা চালাতে সক্ষম। 

ভারতীয় সংবাদমাধ𝓀্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। এতে বলা হয়, ভারতের বিমানবাহিনী দিবস সামনে রেখে শুক্রবার এক সংবাদ সম্মেলন করেন এয়ার চিফ মার্শাল এপি সিং। ওই সময় এসব মন্তব্য করেন তিনি। 

এপি সিং বলেন, ভারতের বাইরের কোনো জায়গায় হামলা চালাতে সক্ষম তারা। অন্য কোনো দেশের মাটিতে শত্রু থাকলে তাকে টার্গেট করে হত্যা করতেও ভারতের প্রতিরক্ষা বাহিনী সক্ষম। ২০১৯ সালে বালাকোটে হামলার কথা মনে করিয়ে দিয়ে এমন মন্তব্য করেন এয়ার চিফ মার্শাল।
তবে এসব হাꦚমলা ও টার্গেটের ব্যাপারে প্রকাশ করতে চান না ꦓবলে জানান এপি সিং। 

২০🅺১৯ সালে কাশ্মীরের পুলওয়ামায় পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদের হামলায় নিহত হন ৪০ ভারতীয় সে🍌না। এর দেড় সপ্তাহ না পেরোতেই কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাকিস্তানের ভেতরে সন্দেহভাজন জঙ্গি অবস্থানে বোমা হামলা চালায় ভারতীয় যুদ্ধবিমান।

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বালাকোট, চাকোটি ও মুজফ্‌রাবাদে জইশ-ই-মোহাম্মদের তিনটি লঞ্চপ্যাড ধ্বংসের দাবি করে ভারত। প্রায়𓃲 ২১ মিনিটের অভিযানে জইশের নিয়ন্ত্রণকেন্দ্র আলফা-থ্রি গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি অন্তত ৩০০ জঙ্গিকে হত্যার দাবিও করা হয়।

Link copied!