• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ছয় বছর পর জুতা পরলেন নেতা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৩, ১১:১০ এএম
ছয় বছর পর জুতা পরলেন নেতা
বিজেপি নেতা রামদাসকে জুতা পরিয়ে দিচ্ছেন সাবেক মুখ্যমন্ত্রী শিভরাজ। ছবি: এএনআই

দল ক্ষমতায় না আসা পর্যন্ত জুতা পরবেন না এমনই প্রতিজ্ঞা করেছিলেন ভারতের মধ্যপ্রদেশের অনুপ্পর ইউনিটের বিজেপি নেতা রামদাস পু🐻রি। দীর্ঘ ছয় বছর পর রাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতায় আবারো ক্ষমতায় এসেছে বিজেপি। ক্ষমতা লাভের পরই সাবেক মুখ্যমন্ত্রী শিভরাজ সিং চৌহান নিজে র༒ামদাসকে জুতা পরিয়ে দিয়েছেন।

২০১৭ সালে রামদাস পুরি এ অদ্ভুত ও কঠোর প্রতিজ্ঞা করেন বলে জানဣিয়েছেন সাবে🍌ক মুখ্যমন্ত্রী শিভরাজ।

২০১৮ সালের বিধানসভার নির্বাচনে বিজেপি মধ্যপ্রদেশে দল গঠন করতে ব্যর্থ হয়। সে বছর মধ্যপ্রদেশের ক্ষমতায় আসে কংগ্রেস। তবে তার দুই বছর পর ২০২০ সালে সেখানে কংগ্রেস সরকারের পতন হলে সরকার গঠন করে বিজেপি। কিন্তু তারপরও রܫ🍰ামদাস জুতা পরা শুরু করেননি।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত একটি ভিডিওতে সাবেক মুখ্যমন্ত্রী শিভরাজ বলেন, “রামদাস পুরি দলের একজন পরিশ্রমী এবং নিবেদিত কর্মী। ২০১৭ সাল থেক🃏ে তিনি জুতা ও স্যান্ডেল পরা ছেড়ে দেন। ছয় বছর গ্রীষ্ম, শীত, বৃষ্টি- সব মৌসুমেই খালি প🎀ায়ে ছিলেন তিনি। তার প্রতিজ্ঞা পূর্ণ হয়েছে। আমরা সবাই তাকে অনুরোধ করেছি এবার আপনি জুতা পরুন। আপনার সংকল্প পূর্ণ হয়েছে।’

মধ্যপ্রদেশে গত মাসে অনুষ্ঠিত বিধানসভার নির্বাচনে ২৩০টি আসনের মধ্যে ১৬🌟৩টিত💜ে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় বিজেপি কেন্দ্রীয় ওই অঞ্চলে ক্ষমতায় এসেছে। সূত্র: এনডিটিভি

Link copied!