গাজা-মিসর সীমান্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাফার জোন ফিলাডেলফি করিডর নিয়ন্ত্রণে༒ নিয়েছে ইসরায়েল। ইসরায়েꦯল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই তথ্য নিশ্চিত করেছে এবং তাদের এক মুখপাত্র দাবি করেছেন, সেখানে ২০টি সুড়ঙ্গ পাওয়া গেছে, যে পথ দিয়ে অস্ত্র পাচার করে আসছিল হামাস।
তবে মিসরীয় টিভি দেশটির♚ কর্মকর্তার বরাতে বলেছে, ওই সুড়ঙ্গের কথা বলে ইসরায়েল গাজার দক্ষিণের শহর রাফা🌃য় তাদের অভিযানকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে।
ইসরায়েলি বাহিনীর গুলিতে মিসরীয় বাহিনীর এক গ🥀ার্ড নিহত হওয়ার পর দেশটির সঙ্গে ইস💦রায়েলের উত্তেজনা তুঙ্গে রয়েছে, এর মধ্যেই এমন ঘটনা ঘটল।
বুধবার (২৯ মে) আইডিএফ মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেছౠেন, সাম্প্রতিক দিনগুলোতে আ🌠ইডিএফ সেনারা মিসর ও রাফাহ সীমান্তে ফিলাডেলফি করিডর নিয়ন্ত্রণে নিয়েছে। করিডরটি দিয়ে হামাস নিয়মিতভাবে গাজা উপত্যকায় অস্ত্র পাচার করে।
যদিও মিসর এর আগে বলেছিল, তারা আন্তঃসীমান্ত🐷 টানেল ধ্বংস করেছে। ফলে কোনো অস্ত্র চোরাচালান আর সম্ভব নয় সেখানে।
হামাসের বিরুদ্ধে ꦆঅভিযানের অংশ হিসেবে ইসরায়েলি বাহিনী তিন সপ্তাহ আগে গা𝓰জার পাশে রাফাহ ক্রসিং নিয়ন্ত্রণে নিয়েছে।
এরপর থেকে মিসর ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বেড়েছে। চলতি সপ্তাহের শুরুতে রাফাহ সীমান্তবর্তী এলাকায় মিসরীয় ও ইসরায়েলি সেনাদের সঙ্গে গুলিবিনিময়ের ঘটনায় এক মিসরীয় সেনা নিহত হয়েছিল।