ইরানের প্রেসিডেন্ট নির্বাচন আজ শুক্রবার (২৮ জুন)। স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হবে, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। গত মাসে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এক হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যাওয়ায় নির্ধার𒐪িত সময়ের এক বছর আগেই দেশটিতে নির্বাচনꩲ অনুষ্ঠিত হচ্ছে।
ইরানে প্রেসিডেন্ট নির্বাচনে ছয়জন প্রার্থী লড়ছেন।
চলতি বছরের মে মাসে দেশটির প্রেসিডেন্ট 🐲ইব্রাহিম রাইসি এক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়ায় দেশটিতে নির্ধারিত সময়ের এক বছর আগেই নির্বাচন অনুষ্ঠিত🐻 হচ্ছে।
মধ্যপ্রা🍒চ্যে চলমান চরম উত্তেজনার মধ্যেই মর্মান্তিক এই হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানসহ ৯ জন নিহত হন। হেলিকপ্টারটি নিখোঁজ হওয়ার পর থেকেই তাদের বেঁচে থাকা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। অবশেষে সেই আশঙ্কাই সত্যি হয়। দুর্ঘটনার ১৫ ঘণ্টার বেশি সময় পর প্রত্যুষে রাইসিসহ অন্যদের লাশ উদ্ধার করা হয়েছিল।
এবারের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছেন আমির হোসেন গাজিজাদে হাসেমি, সাঈদ জালিলি𒉰, মাসৌদ পেজেশকিয়ান, মোস্তফা পুরমোহাম্মদি, মোহাম্মদ বাগের গালিবাফ ও আলিরেজা জাকানি। নাক, কান, গলার সার্জন আমির হোসেন গাজিজাদে হাসেমি (৫৩) নির্বাচনে প্রার্থী হয়েছেন।