• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


টক শো-তে ইমরানের আইনজীবী ও নওয়াজের সিনেটরের মারামারি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১, ২০২৩, ১১:২০ এএম
টক শো-তে ইমরানের আইনজীবী ও নওয়াজের সিনেটরের মারামারি

পাকিস্তানে টেলিভিশন চ্যানেলে টক শো চলাকালীন অতিথিদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। সম্প্রতি এ ঘটনার একটি ভিডিও বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, পাকিস্তানে টেলিভিশনে চলছিল রাজনৈতিক টক শো। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এবং পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) দুই নেতার মধ্যে উত্তপ্ত বাক্যবꦯিনিময় হচ্ছিল🦹। হঠাৎই দুজনের মধ্যে শুরু হলো হাতাহাতি। টক শো পরিণত হলো রেসলিংয়ের রিঙে।

পিটিআই চেয়ারম্যান ইমরান খানের আইনজীবী শের আফজাল খান মারওয়াত ও পিএমএল-এনের সিনেটর আফ🙈নান উল্লাহ খান সম্প্রতি এক টিভি টক শোতে এভাবে মারামারি বাধান।

দুই নেতাই টক শোতে ওই মারামারির বিষয়টি নিশ্চিত করেছেন। পিএমএল-এনের꧃ সিনেটর আফনান মাইক্রোব্লগিং সাইট ‍‍`এক্স‍‍`-এ (সাবেক টুইটার) ঘটনাটি নিয়ে লিখেছেন।

টক শোতে ইমরানের আইনজীবী ও পিএমএল-এনের সিনেটরের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হচ্ছিল। পরস্পরকে গাল দিচ্ছিলেন তারা। একপর্যায়ে হঠাৎ মারওয়াত সিনেটরকে আক্রমণ করে বসেন। প্রথমে দুই নেতা একে অপরকে ধাক্কা মারেন। তারপর তারা পরস্পরকে চড় এবং শেষে ঘুসি মারতেꦺ থাকেন। অবস্থা বেগতিক দেখে শেষে টক শোর উপস্থাপক দুজনকে আলাদা করেন।

এক্সে সিনেটর আফনান লেখেন🅰, মারওয়াত তাকে প্রথম আক্রমণ করেন। পাশাপাশি লেখেন, সহ🌄িংসতায় বিশ্বাস না করলেও তিনি ‘নওয়াজ শরিফের সেনা’।

সিনেটর লেখেন, “মারওয়াতকে আমি যে মার দিয়েছি, তা সব পিটিআই নেতাক♏র্মী, বিশেষ করে🐷 ইমরান খানের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে থাকবে। কারও সামনে তারা মুখ দেখাতে পারবে না। বড় সানগ্লাস পরে রাস্তায় বেরোতে হবে তাদের।”

অন্যদিকে মা♕রওয়াত আরেকটি পোস্🐲টে দাবি করেন, ওই ‘অপ্রীতিকর ঘটনা’ নিয়ে টক শোর উপস্থাপক ‘ভুয়া তথ্য ছড়াচ্ছেন’।

এক্সে নিজের পোস্টে মারওয়াত লেখেন, “তিনি গুজব ছড়াচ্ছেন, আমার প্রতিপক্ষ নাকি সুপারম্যান ছিলেন। তিনি সত্যি কথাটা বলছেন না। আসল সত্যিটা হচ্ছে, আফনান উল্লাহ স্টুডিও থেকে পালিয়ে পাশের꧑ একটি কক্ষে আশ্রয় নিয়েছিলেন। পরে তার অনুষ্ঠান দেখার পর আমি বিষয়টি জানতে পারি।” সিনেটরের বিরুদ্ধে ‘মানহানি ও ফৌজদারি মামলা করার’ পরিকল্পনা করছেন বলেও জানান তিনি।

Link copied!