ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী ওআইসিভুক্ত দেশগুলোকে ইসরায়েলি জাহাজ নিষিদ্ধের আহ্বান জানিয়েছে। শুক্রবার (২২ ডিসেম্ꦺবর) মধ্যপ্রাচ্যভিত্তিক নিউজ ওয়েবসাইট মিডল ইস্ট ম🦂নিটরের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ওꦆই প্রতিবেদনে বলা হয়, হুতি গোষ্ঠীর মুখপাত্র মোহাম্মদ আব্দুল সালাম বলেন, “ইসরায়েল যতদিন গাজায় গণহত্যা বন্ধ না করবে, ততদিন মালয়েশিয়ার মতো সবারই ইসরায়েলি পণ্যবাহী জাহাজগলো নিষিদ্ধ করা উচিত।”
হুতির এই নেতা সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক ꦯপোস্টে বলেন, “হুতিদের এই অভিযান কেবল জায়োনিস্টদের বিরুদ্ধে। এতে অন্যরা উদ্বিগ্ন হবার কোনো কারণ নেই। তবে গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধ করার জন্য সমগ্র বিশ্বকেই এই পদক্ষেপ নেওয়া উচিৎ। জায়োনিস্টদের বৈশ্বিক আইনশৃঙ্খলা ভঙ্গ করার অনুমতি দেওয়া উচিত নয়।”
তিনি তার ওই পোস্টে আরও🏅 বলেন, “লোহিত সাগরে মার্কিন নেতৃত্বাধীন জোট মোতায়েন করার অর্থ হলো এই অঞ্চলে 🌳সংঘাতকে আরও সম্প্রসারণ করা। তাই এ বিষয়ে বিশ্বকে এখনই সতর্ক হতে হবে।”
তিনি ইসরায়েলি পণ্যবাহী জাহাজগুলোকে নিষিদ্ধ🌄 করায় মালয়েশিয়াকে ধন্যবা📖দ জানান।
সূত্র-মিডল ইস্ট মনিটর