• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


লটারির ২০টি টিকিট কিনে সব কটি জিতে পেলেন কোটি টাকা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৩, ১২:৪৯ পিএম
লটারির ২০টি টিকিট কিনে সব কটি জিতে পেলেন কোটি টাকা

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার এক ব্যক্তি লটারির ২০টি টিকিট কিনেছিলেন। লটারির সর্বোচ্চ পুরস্কার ছিল পাঁচ হাজার ডলার। লটারি ড্রয়ের সময় দেখা যায়, তার ২০টি টিকিটই প্রথম হয়েছে। লটারি জিতে পুরস্কার হিসেবে পেয়েছেন𓂃 এক লাখ ডলার (এক কোটি টাকার বেশি)।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ফক্স নিউজের🍨 বরাতে জানিয়েছে, গত ৮ মার্চ লটারির ড্র অনুষ্ঠিত হয়।

লটারির আয়োজকেরা জানান, ফেকরু হিপ্রো নামের ওই ব্যক্তি এর আগে কখনো লটারিতে অংℱশ নেননি। কিন্তু অজানা কোনো খেয়ালে তিনি টিকিটগুলো কিনেছিলেন। তিনি ২-৫-২-৭ নাম্বর কম্বিনেশনের ২০ টি টিকিট কিনেছিলেন।

হিপ্রো পꩵ্রতিটি লটারিতে ꦡসর্বোচ্চ পুরস্কার ৫ হাজার ডলার করে মোট ১ লাখ ডলার জিতেছেন।

লটারি জে💧তার পর ফেকরু হিপ্রো সাংবাদিকদের জানিয়েছেন, তিনি কখনোই ভাবেননি যে লটারি জিতবেন। তিনি সাধারণত লটারিতে অংশগ্রহণ🔥 করেন না। তবে ৮ মার্চের ড্র নিয়ে তার একটি অনুভূতি কাজ করছিল।

দেশ-বিদেশে বিপুল অর্থের লটারি জেতার ঘটনা এটাই প্রথ🦄ম নয়। গত বছরের সেপ্টেম্বরে ভারতের কেরালার এক ব্যক্তি সরকারের একটি লটারিতে ২৫ কোটি রুপি জিতে বিপাকে পড়েছিলেন বলে বিবিসির খ൲বরে জানানো হয়।

Link copied!