ভারতের হরিয়ানা রাজ্য থেকে ইসরায়েলে ১০ হাজার কর্মী নিয়োগ করবে বলে জানিয়েছে কর্তৃপক🤡্ষ। এরমধ্যে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা এ তথ্য জানিয়েছে।
ইসরায়েলে ৯০ হাজার ফিলিস্তিনি শ্রমিক কর্মরত ছিল। ৭ অক্টোবর ইসরায়ে🤪লে হামলার পর ফিলিস্তিনদের কাজের অনুমতি বাতিল করে তারা। এরপর থেকে সেখানে কর্মী সংকট তৈরী হয়েছে। এ পরিস্থিতিতে ইসরায়েলকে কর্মী দিয়ে সাহায্য করতে চলেছ🃏ে ভারতের হরিয়ানা রাজ্য। ইতিমধ্যে তার বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।
হরি♛য়ানার রাজ্য পাবলিক সেক্টর সংস্থা হরিয়ানা কৌশল রোজগার নিগম (এইচকেআরএন) সম্প্রতি একটি বিজ্ঞপ্তিতে জানায়, ত♋ারা ১০ হাজার কর্মীকে ইসরায়েলে কাজের জন্য পাঠানো হবে। তাদের শ্রমিক হিসেবে দক্ষ হতে হবে। এদিকে হরিয়ানা ভুগছে বেকারত্বের সমস্যায়। রাজ্যটিতে চাকরির সুবিধা না থাকায় সরকারকে ব্যাপক সমালোচনাতেও পড়তে হচ্ছে। তবে যারা কর্মী হিসেবে যাবেন, তারা বেতন হিসাবে মোটা অঙ্কের টাকা পাবেন বেতন হিসাবে।
এইচকেআরএন এর বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা দশম শ্রেণি পাশ হতে হবে। তাদের মাসিক বেতন মাসে ৬,১০০ ইসরায়েলি মুদ্রা। ভারতীয় মুদ্রায় যাꦍ 🅰এক লক্ষ ৩৪ হাজার রুপির বেশি।
এই কাজের জন্য ২৫ থেকে ৫৪ বছর বয়সের মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন। নির্মাণকাজে 🔯অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মূলত তাদের শিল্পক্ষেত্রে নির্মাণ, কাঠের কাজ, ম𒆙েঝেতে টাইলস বসানোর কাজ, লোহার কাজ, বহুতল নির্মাণের কাজ জানতে হবে।
ভারতে বেকারত্বের হার বেশি। এছাড়া এখানে সহজেই দক্ষ শ্রমিক পাওয়া যাওয়ায় এ বিষয়ে ইসরায়েল সরকার ভারতের সঙ্গে আলো🅠চনা করে। ভারত থেকে তারা অন্তত এক লক্ষ কর্মী নিয়োগ করার পরিকল্পনা কর꧂েছে।