কানাডার অটোয়ায় ব⭕িয়ের অনুষ্ঠানে🐻 বন্দুক হামলায় অন্তত দুই ব্যক্তি নিহত ও ৬ জন আহত হয়েছেন।
জানা যায়, একটি বিয়ের অভ্যর্থনা অনুষ্ঠানে বন্দুকধারী অতর্কিত হামলা চালালে এই হতাহতে🦂র ঘটনা ঘটে।
স্থানীয় সময় শনিবার রাতে অটোয়ার দক্ষিণ 🐈প্রান্তের একটি কনভেনশন হলের পার্কিংয়ে ♛এ ঘটনা ঘটে। খবর সিবিসি’র।
নিহতরা হলেন- ২৬ বছর বয়সী সাইদ মোহাম্মদ🍒 আলী এবং ২৯ বছর বয🃏়সী আবদিশাকুর আবদি-দাহির। তারা দুজনেই টরন্টোর বাসিন্দা।
রোববার বিকেল পর্যন্ত পুল♛িশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি এবং কোনো সন্দেহভাজন হামলাকারীর বিষয়েও তথ্য প্রকাশ করেনি।
পুলিশ জানিয়েছে, আহত ছয়জনের মধ্যে কয়েকজন মার্কিন নাগরিকও রয়েছে। তারা নিরাপ❀দে আছে। তবে আহতদের পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
দেশটির সরকার বলছে, সাম্প্রতিক বছরগুলোতে কানাডায় 💃বন্দুক হামলাসহ সশস্ত্র স🌺হিংসতা বেড়ে গেছে। ২০০৯ সাল থেকে দেশটিতে সহিংস বন্দুক হামলা ৮১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।