বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় আবার শীর্ষে উঠে এসেছেন ইলেকট্রিক গাড়ি নির্মাতা টেসলা ও মাইক্রো ব෴্লগিং সাইট টুইটারের সিইও ইলন মাস🧔্ক।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদন𒅌ে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমা🍰ধ্যম সিএনএন।
সিএনএনের তথ্যমতে, ২০২২ সালের ডিসেম্বরে ফরাসি লাক্সারি ব্র্যান্ড এলভিএমএইচের সিইও বার্নাড আরনল্টের কাছে শীর্ষ পদ হারিয়েছিলে✨ন মাস্ক।☂ কিন্তু দুই মাস পর আবার বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির জায়গা ফিরে পেয়েছেন তিনি।
মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের বিলিয়নিয়ার তালিকার꧟ শীর্ষে এখন মাস্কের নাম শোভা পাচ্ছে।
ব্লুমবার্গ জানিয়েছে, সোমবার টেসলার শেয়ারের দাম বাড়ার পর ইলন মাস্কের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পায়। বর্তমানে মাস্কের▨ মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ১৮৭ দশমিক ১ বিলিয়ন ডলার। অপর দিকে প্রথম স্থান থেকে দ্বিতীয় স্থানে নেমে যাওয়া আরনল্টের বর্তমান সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ১৮৫ দশমিক ৩ বিলিয়ন ডলার।
২০২২ সালের অক্টোবরে ইলন মাস্ক টুইটারের মালিকানা কিনে নেন। এরপর টুইটারে বিভিন্ন ঝামেলার কারণে তার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠ🐈ান টেসলার শেয়ারের দরপতন হতে থাকে। তবে ২০২৩ সাল থেকে দাম আবার বাড়া শুরু করে।
দুই মাস পর আবার বিশ্বের শীর্ষ ধনীর জায়গা দখল করলেও, গত কয়েক মাসে অনেক চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে ইলন মাস্ককে। বিশ্বের ইতিহাসে তিনিই সবচেয়ে বেশি সম্পত্তি হারানোর রেকর্ড 𒁃গড়েছেন।