• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বিয়ের তিন মিনিটের মধ্যে ডিভোর্স!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৪, ২০২৪, ০৪:০৮ পিএম
বিয়ের তিন মিনিটের মধ্যে ডিভোর্স!

বিয়ের মাত্র কয়েক মিনিট পরই বের হচ্ছিলেন নবদম্পতি। এ সময় হোঁচটཧ খেয়ে পড়ে যান কনে। পড়ে যেতেই তাকে বোকা বলে বিদ্রুপ করেন বর। এমন কথা শোনামাত্রই রেগে যান নববধূ। ৩ মিনিটের মধ্যেই বিচ্ছেদ হয় তাদের।  

ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রোর প্রতিবেদনে জানা যায়, ঘটনাটি মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে। ৩ মিনিটের মধ্যেই বিচ্ছেদ হয় কুয়েতের এক নবদম্🎐পতির। এটি ইতিহাসে সবচেয়ে কম সময়ের বিয়ে বলে ধারণা করা হচ্ছে।  

প্রতিবেদনে বলা হয়েছে, বিযꦦ়ের আসর ছাড়ার সময় বর কনেকে অপমানজনক কথা বলেন। তাকে বিয়ে শেষে বের হওয়ার সময় ‘স্টুপিড’ বল♌ে বিদ্রুপ করেন। বিয়ের মাত্র কয়েক মিনিট পরই বের হচ্ছিলেন নবদম্পতি। এ সময় হোঁচট খেয়ে পড়ে যান কনে। পড়ে যেতেই তাকে বোকা বলে বিদ্রুপ করেন বর।

এমন কথা শোনামাত্রই রে🍒গে যান নববধূ। তিনি বিচারককের কাছে🍃 গিয়ে অবিলম্বে তাদের বিয়ে বাতিলের দাবি জানান। দাবি মেনে নেন বিচারকও। মাত্র কয়েক মিনিটের মাথায় বিয়ে বাতিল করে দেওয়া হয়।

এ ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে বেশ ♉সাড়া ফেলে। নানা মন্তব্য করেন নেটিজেনরা। একে ইতিহাসের সবচেয়ে কম সময়ের বিয়ে বলেও দাবি করা হয়।

Link copied!