যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের মাউই দ্বীপে ভয়াবহ দাবানলে মৃত্যু বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। স্💞থানীয় সময় বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেলে কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।
দ্বীপ রাজ্যটির গভর্নর জস গ্রিন এই দাবানলকে ‘হাওয়াই রাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ’ বলে অভিহিত করেছেন। তিনি আরও জানান, দ্বীপের পশ্চি🍌ম উপকূলের পর্যটন শহর লাহাইনার ৮০ শতাংশ ধ্বংস হয়ে গিয়েছে। সেখানে প্রায় ১৭০০ বাড়ি বিধ্বস্ত হয়েছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, আগুন ছড়িয়ে পড়ার পর উপকূলের অনেক মানুষ প্রশান্ত💟 মহাসাগরে ঝাঁপিয়ে✤ পড়ে আত্মরক্ষার চেষ্টা করতে বাধ্য হয়। মার্কিন কোস্টগার্ড তাদের উদ্ধার করেছে। ইতিমধ্যে কোস্টগার্ড পানি থেকে ১৭ জনকে উদ্ধার করেছে।
এর আগে মঙ্গলবার (৮ আগস্ট) মাউইতে শুরু হয় দাবানল। এ সময় পাশ দিয়ে বয়ে যাওয়া হারিকেন ডোরার বাতাসের তোড়♚ে দ্রুতই দাবানলটি ছড়িয়ে পড়ে। তিনটি বড় আগুনের একটিও এখনো নেভানো সম্ভব হয়নি। এ পরিস্থিতিতে ইতিমধ্যে দ্বীপটি থেকে ১৪ হাজারের বেশি পর্যটককে সরিয়ে নেওয়া হয়েছে। এখনো বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন মাউইর ১১ হাজার বাসিন্দা।
এদিকে যুক্তরাষ্ট্রꦆের প্রেসিডেন্ট জো বাইডেন মাউইর দাবানলকে ‘বড় দুর্যোগ’ বলে ঘোষ🐎ণা করেছেন। এর ফলে দ্বীপটির ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে যুক্তরাষ্ট্রের ফেডারেল তহবিল পাওয়া সহজ হবে।