• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


যে যুদ্ধক্ষেত্রে প্রেমের শুরু, সেখানেই একসঙ্গে মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৪, ০৪:৩০ পিএম
যে যুদ্ধক্ষেত্রে প্রেমের শুরু, সেখানেই একসঙ্গে মৃত্যু
ছবি : সংগৃহীত

ভ্যালকাইরি রুশ-ইউক্রেন যুদ্ধের একজন ইউক্রেনীয় স্বাস্থ্যকর্মী ও দানিয়িল লিয়াশকেভিচ একজন সৈনিক। তাদের দেখা হয় রুশ-ইউক্র🍸েন যুদ্ধক্ষেত্রে। যুদ্ধক্ষেত্রেই দেখা, এখানেই তাদের প্রেম আবার এখানেই মৃত্যু। তারা ৪ নভেম্বর রুশ-ইউক্রেন যুদ্ধে ফ্রন্টলাইনে একসঙ্গে প্রাণ হারান।

যুদ্ধ শুরু হলে ভ্যালকাইরি স💝্বেচ্ছাসেবক স্বাস্থ্যকর্মী হিসেবে যোগ দেন সেখানে। সেখানে পরিচয় হয় দানিয়িল লিয়াশকেভিচের সঙ্গে। তারপর তাদের প্রেম হয়। যুদ্ধের কঠিন সময়ে তাদের মধ্যকার সম্পর্কই তাদের শক্তি হিসেবে ছিল।

তারা দুজনই ৩য় অ্যাসল্ট ব্রিগেডে

দায়িত্ব পালন করছিলেন এবং গত ৪ নভেম্বর ফ্রন্টলাইনেই ছিলেღন। তখন একটি রুশ শেল হামলায় তা𓃲রা দুজনে একসাথে প্রাণ হারান।

শুক্রবার (৮ নভেম্বর) কিয়েভের একটি শ্মশানে তা🦩দের শেষকৃত্য অনুষ্ঠিত হয়। পরে তাদের স্মরণে তার সাথীরা মোমবাতি প্রজ্জ্বলন করেছেন।

সেখানে উপস্থিত সবাই সেই মন্ত্র উচ্চারণ করেন, 💛যা ইউক্রেনীয় সৈনিকরা প্রশিক্ষণের শুরুতেই মুখস্থ করেন: "জীবনদায়ী আগুনে পোড়াও আমার হৃদয়♕ের দুর্বলতা। ভয়হীন, দ্বিধাহীন হও।"

এসময় 🤪তাদের সাথীরা তাদেরকে একে অন্যের চমৎকার পরিপূরক উল্লেখ করে🅺ন।

Link copied!