ভ্যালকাইরি রুশ-ইউক্রেন যুদ্ধের একজন ইউ🔯ক্রেনীয় স্বাস্থ্যকর্মী ও দানিয়িল লিয়াশকেভিচ একজন সৈনিক। তাদের দেখা হয় রুশ-ইউক্রেন যুদ্ধক্ষেত্রে। যুদ্ধক্ষেত্রেই দেখা, এখানেই তাদের প্রেম আবার এখানেই মৃত্যু। তারা ৪ নভেম্বর রুশ-ইউক্রেন যুদ্ধে ফ্রন্টলাইনে এক💫সঙ্গে প্রাণ হারান।
যুদ্ধ শুরু হলে ভ্যালকাইরি স্বেচ্ছাসেবক স্বাস্থ্যকর্মী হিসেবে যোগ দেন সেখানে। সেখানে পরিচয় হয় দানিয়িল লিয়াশকেভিচের সঙ্গে। তারপর তাদের প্রেম হয়। য🍌ুদ্ধের কঠ𝔍িন সময়ে তাদের মধ্যকার সম্পর্কই তাদের শক্তি হিসেবে ছিল।
তারা দুজনই ৩য় অ্যাসল্ট ব্রিগেডে
দায়িত্ব পালন করছিলেন এবং গত ৪ ন꧑ভেম্বর ফ্রন্টলাইনেই ছিলেন। তখন একটি রুশ শেল হামলায় তারা দুজন🐻ে একসাথে প্রাণ হারান।শুক্রবার (৮ নভেম্বর) কিয়েভের একটি শ্মশানে তাদের শেষকৃত্য অনুষ্ঠিত হয়। পর🌜ে তাদের স্ম💦রণে তার সাথীরা মোমবাতি প্রজ্জ্বলন করেছেন।
সেখানে উপস্থিত সবাই সেই মন্ত্র উচ্চারণ করেন, যা ই✤উক্রেনীয় সৈনিকরা প্রশিক্ষণের শুরুতেই মুখস্থ করেন: "জীবনদায়ী আগুনে পোড়াও আমার হৃদয়ের দুর্বলতা। ভয়হীন, দ্বিধাহীন হও।"
এসময় তাদের সাথীꦉরা তাদের💛কে একে অন্যের চমৎকার পরিপূরক উল্লেখ করেন।