• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কয়লা খনিতে হামলা, নিহত ২০


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৪, ১১:৩৪ এএম
কয়লা খনিতে হামলা, নিহত ২০

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি কয়লা খনিতে একদল সশস্ত্র লোক হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ২০ জন নিহত ও ৭ জন 🐠আহত হয়েছেন। সংবাদমাধ্যম ডন 🌠জানিয়েছে, শুক্রবার (১১ অক্টোবর) ভোরে বেলুচিস্তানের দুকিতে এ হামলার ঘটনা ঘটেছে।

দুকি স্টেশন হাউজ অফিসার (এসএইচও) হুমায়ুন খান বলেন, “একদল সশস্ত্র লোক ভোররাতে দুকি এলাকায় জুনায়েদ কয়লা কোম্পানির খনিতে ভারী অস্ত্র নিয়ে হামলা চালায়। পাশাপাশি তারা ♏♐খনি লক্ষ্য করে রকেট ও গ্রেনেড নিক্ষেপ করে।”

দুকির চ🐼িকিৎসক জোহর খান শাদিজাই বলেন, “আমরা জেলা হাসপাতালে এ পর্যন্ত ২০টি মরদেহ এবং ছয়জ🥂নকে আহত অবস্থায় পেয়েছি।”

দুকির জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল্লাহ নাসির বলেছেন, দুর্বৃত্তরা হাম𓄧লায় ‘হ্যান্🧔ড গ্রেনেড, রকেট লঞ্চার এবং অন্যান্য আধুনিক অস্ত্র’ ব্যবহার করেছে।

তিনি আরও বল🦄েন, হামলাকারীরা ১০টি কয়লা ইঞ্জিন ও যন্ত্রপাতিতেও আগুন দিয়🥃েছে।

জেলা প্রশাসন, পুলিশ এবং ফ্রন্টিয়ার কর্পস (এফসি) টিম ঘটনাস্থলে পৌঁছেছে বলে নাসির নিশ্চিত করে🎀ছেন। 

ঘটনাস্থল পরিদর্শন করে দুকির জেলা প্রশাসক (ডিসি) কাꦜলিমুল্লাহ কাকার জানিয়েছেন, নিহতরা পাকিস্তানের  পাশাপাশি আফগানিস্তানের বিভিন্ন অঞ🅷্চলের বাসিন্দা।

Link copied!